E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩৮টি মামলা ও প্রায় পৌনে দুই লাখ টাকা জরিমানা

চাটমোহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

২০২২ জানুয়ারি ২১ ১৭:৫৬:২৬
চাটমোহরে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। গত তিনদিনে অর্ধশতাধিক মোটরসাইকেল আটক করা হয়। পরে আটককৃত মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের এবং ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, পুলিশ অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে নানাভাবে অভিযোগ পায়। রেজ্রিস্ট্রেশন, হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চলছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত অর্ধশত মোটরসাইকেল আটক করা হয়।

পরে পাবনার ট্রাফিক পুলিশের সার্জেন্ট রতন আহমেদ মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে ৩৮টি মামলা দায়ের করেন এবং ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন। কিছু মোটরসাইকেল আটক রয়েছে। অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(এস/এসপি/জানুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test