E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আহত-নিহতের বেশীরভাগই তরুণ

হবিগঞ্জের সড়কে মোটরসাইকেলে বাড়ছে গতি ঝড়ছে প্রাণ

২০২২ জানুয়ারি ২২ ২২:১৬:২০
হবিগঞ্জের সড়কে মোটরসাইকেলে বাড়ছে গতি ঝড়ছে প্রাণ

তারেক হাবিব, হবিগঞ্জ : তরুণদের মধ্যে একটা বেপোরোয়া ভাব থেকেই যায়। উঠতি বয়সীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সব সময়ই থাকে। আর সড়কে প্রতিযোগীতা মানেই দুর্ঘটনা। থেমে নেই হবিগঞ্জের সড়কে অঘটন, একের পর এক দূর্ঘটনায় হবিগঞ্জের সড়কে অকালে ঝড়ে যাচ্ছে তরতাজা প্রাণ। 

গণমাধ্যমে প্রকাশিত খবর পর্যালোচনা করে দেখা গেছে, হবিগঞ্জে গত ছয়মাসে প্রায় ৪০টি মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২০ জনের বেশী। এর বাইরেও প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। প্রাণ হারাতে হচ্ছে মোটরসাইকেল আরোহী কিংবা পথচারীদের।

অনুসন্ধানে গত ৬ মাসে বেরিয়ে এসেছে অধর্বশত মোটরসাইকেল দূর্ঘটনার তথ্য। তবে এসকল দুর্ঘটনার অধিকাংশ ঘটছে দ্রুতগতি, ট্রাফিক আইন না মানা আর একের অধিক যাত্রী নেয়ার কারণে। গত ১৭ অক্টোবর মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ওই দিন বিকেলে সুরমা চা বাগানের তিনবাংলা এবং উত্তর সুরমা নামক স্থানে এ দুটি দুর্ঘটনায় চুনারুঘাট উপজেলার হাজীপুর গ্রামের মোঃ আব্দুল হকের পুত্র মোজাম্মেল হক আরিফ (২১), মাধবপুর উপজেলার শাহজিবাজার মানিকপুর গ্রামের গোপাল রায়ের পুত্র অজয় রায়, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজারের শাহজাহান ডাক্তারের পুত্র তারেকুল ইসলাম (২৫) এবং বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র ইফতেখার আহমেদ (২২) নিহত হন। ৬-অক্টোবর বুধবার দুপুরে লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিমে মেইন রোডে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শামিম আহমদ নামে এক আরোহী মারা যান। শামীম ফুলবাড়িয়া গ্রামের হাজী শখুম মিয়ার পুত্র।

১৫ ডিসেম্বর বুধবার রাতে শায়েস্তগঞ্জ পুরানবাজার রেল ক্রসিং এলাকায় কাঁঠাল গাছের সাথে ধাক্কা লেগে ফাহিম আহমেদ ও সিয়াম আহমেদ নামে দুই মোটরসাইকেল আরোহী মারা যান। এ ঘটনায় আরও একজন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। গত ৫ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড় এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ ডাকি জাঙ্গাল গ্রামের লাল মিয়ার পুত্র কাতার প্রবাসী ফরিদ মিয়া (৩৫) নামে আরোহীর মৃত্যু হয়। ৫ নভেম্বর নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে তেলের লরি ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে এবং এ ঘটনায় দুই বন্ধু গুরুতর আহত হয়।

২৯ মে বাহুবলে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বানিয়াচং উপজেলার তবজখানি গ্রামের মধ্যপ্রাচ্যপ্রবাসী জমির উদ্দিন (৩০) ও একই উপজেলার চানপাড়া এলাকার শাকিল আহমেদ (২৫) দুজন নিহত হন, তাঁরা একে অপরের বন্ধু। ২০ জানুয়ারী বৃহস্পতিবার শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামকস্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুর রহমান হৃদয় (২০) ৯ দিন মৃত্যুর সাথে লড়ে মৃত্যুবরণ করেন। ২৩ ডিসেম্বর বানিয়াচংয়ে মোটর সাইকেল দূর্ঘটনায় চালক সোহান (২২) মারা যান।

আব্দুর রহিম নামে এক মোটর সাইকেল আরোহী জানান, যানজট, বাসে অতিরিক্ত ভাড়া আদায়, নৈরাজ্যসহ ব্যক্তিকেন্দ্রিক সুবিধার কারণে মোটরসাইকেল ব্যবহার বেড়েছে। তাছাড়া অনেক এলাকার রাস্তা আছে যেখানে মোটরসাইকেলের বিকল্প নেই। বাধ্য হয়েই সাইকেল ব্যবহার করতে হয়।

যানবাহন ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞদের মতে, বড় গাড়ি বা চার চাকার যানবাহনের তুলনায় মোটরসাইকেলে দুর্ঘটনার ঝুঁকি ৩০ শতাংশ অনেক বেশী। তারপরও বর্তমানে শহরগুলোতে যানজট বেড়ে যাওয়া ও তাৎক্ষণিক সুবিধার জন্য শহরবাসী বাচাই করছেন মোটরসাইকেল। গণপরিবহন আইন না মানা, চালকদের দক্ষতার অভাব এবং প্রতিযোগিতামূলক মনোভাবের কারণেই মোটরসাইকেলে সড়ক দুর্ঘটনা বাড়ছে।

ট্রাফিক ইন্সপেক্টর (হবিগঞ্জ) মোঃ হোসেনুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত-নিহতরাই তরুণ বয়সের। তাদের মধ্যে একটা বেপোরোয়া ভাব থেকেই যায়। বাইক দুর্ঘটনার অধিকাংশ ঘটছে দ্রুতগতি, ট্রাফিক আইন না মানা আর একের অধিক যাত্রী নেয়ার কারণে। এ ছাড়া বাইকারদের ওভারটেকিং করা একটা নেশায় পরিণত হয়েছে। তবে এ সকল ব্যাপারে ট্রাফিক বিভাগ খুব সচেতন রয়েছে।

(টিএইচ/এসপি/জানুয়ারি ২২, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test