E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাইস চেয়ারম্যানের অফিসে ঠিকাদারকে বেধড়ক মারপিট, ৪ জনকে আসামী করে মামলা

২০২২ জানুয়ারি ২৪ ২২:৪১:২৮
ভাইস চেয়ারম্যানের অফিসে ঠিকাদারকে বেধড়ক মারপিট, ৪ জনকে আসামী করে মামলা

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়ালের অফিস কক্ষে প্রবেশ করে, অমিত চক্রবর্তী নামে একজন ঠিকাদারকে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা শহরের ৪ জন ব্যক্তিকে চিহ্নিত করে ও অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী ও জেলা শহরের সজ্জনকান্দার মৃত অমল কৃষ্ণ চক্রবর্তীর ছেলে আহত অমিত চক্রবর্তী জানিয়েছেন, গত ১২ জানুয়ারী দুপুরে রাজবাড়ী সদর উপজেলার ত্রাণ শাখার রাস্তার টেন্ডারের সিডিউল বিক্রি শুরু করা হয়। ওই সময় আসামিরা সিডিউল বিক্রিতে বাঁধা দেয়। ওই সময় তিনিসহ অন্যান্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলীসহ অন্যান্য ঠিকাদাররা টেন্ডারটি উন্মুক্ত করে দেন। ওই ঘটনার পর থেকে গত ১৯ জানুয়ারী পর্যন্ত আসামিরা তার মোবাইল ফোনে কল দিয়ে নানা রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

১৯ জানুয়ারি দুপুর ২টার দিকে তিনি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়ালের অফিস কক্ষে বসে ছিলেন। সে সময় ওই কক্ষে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র শেখর চক্রবর্তী, পৌর কাউন্সিলর ফারজানা আক্তার ডেইজি উপস্থিত ছিলেন। এর ১৫ মিনিট পর ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল তাকে কক্ষে রেখে অন্যদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে যান। এর কিছু সময়ের মধ্যে আসামিরা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়ালকে অকথ্য ভাষায় গালাগাল দিতে দিতে সদর উপজেলা পরিষদ ভবনে প্রবেশ করে এবং তারা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে প্রবেশ করে তাকে বেধড়ক লাঠিপেটা করে। একই সাথে তার ২৭ হাজার ৫শত টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে সদর উপজেলা পরিষদ ভবনে অবস্থানরত কর্মকর্তা ও কর্মচারীরাসহ স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা তাকে ও ভাইস-চেয়ারম্যানকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মুন্সি কামরুজ্জামান জানিয়েছেন, ঘটনার পর থেকে আসামিরা আন্ত গোপনে রয়েছে। তাদের গ্রেপ্তার করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা জানিয়েছেন, ঘটনাটি দুঃখ জনক। যেহেতু ঘটনাটি উপজেলা পরিষদ ভবনে হয়েছে, সে কারণে তিনি আহত ঠিকাদারকে থানায় মামলা দায়ের করতে বলেছেন।

(একে/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test