E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

২০২২ জানুয়ারি ২৬ ১৫:৪৪:১৪
নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলায় ৪ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি জেলাধীন ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চার ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণের পর রাঙামাটি শহর থেকে গ্রেফতার হয়েছেন বলে সংবাদ পাওয়ার গেছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে শপথগ্রহণ শেষে নব নির্বাচিত চার ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলেই রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার আসামি। রাঙামাটির পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদাদছছের হোসেন জানান, গ্রেফতার চার ইউপি চেয়ারম্যানই নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মে দিনেদুপুরে রাঙামাটি নানিয়ারচর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেই উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

(আরএম/এসপি/জানুয়ারি ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test