E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

গোয়ালন্দে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব বাধা দিলেই মারপিট! 

২০২২ জানুয়ারি ২৬ ১৬:৫৫:১৩
গোয়ালন্দে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব বাধা দিলেই মারপিট! 

এম এ হীরা, গোয়ালন্দ : ২৬ জানুয়ারি বুধবার সকালে গোয়ালন্দ উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে দেখা যায় ভয়-ভীতি ও অপকৌশল করে আবাদি জমি পুকুর কেটে দখলে নিচ্ছে সাবেক গোয়ালন্দ পৌর মেয়র শেখ মোঃ নিজাম। বাধা দিলে নির্য়াতনের শিকার হতে হয় ভুক্তভুগিদের। এমন অভিযোগ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা রিয়াজউদ্দিন পাড়ার সাধারন মানুষের।

শুক্রবার বিকেলে জোড় করে আবাদি জমিতে মাটি কেঁটে বিক্রি করতে বাধা দেওয়ায় নির্যাতনের শিকার হয়েছে ৪জন সাধারণ মানুষ। এলাকাবাসী আহতদের চিকিৎসার জন্য স্থানীয় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও তাদের উপর দ্বিতীয় দফায় হামলা করে। এতে আতংকে রয়েছে উপজেলার রিয়াজউদ্দিন পাড়ার সাধারণ মানুষ। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ করেছে এলাকাবাসী।

এ ব্যাপারে বুধবার বিকাল ১ ঘটিকার সময় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রিয়াজউদ্দিন পাড়া এলাকায়, মাঠের মধ্যে নারী পুরুষ সকলে সম্মিলিতভাবে গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র, শেখ মোঃ নিজামের নির্যাতন বন্ধ এবং জমি রক্ষা করতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক মেয়র শেখ মোঃ নিজাম বলেন, আমার সম্পিতি ২শত বিঘা। আমার জমির পাশে সরদারদের জমি আছে। পাশে বর্গা একটি জমি আছে সেটা আমার আত্বীয়। তাদের সাথে কথা বলে আমি কাজ করছি। তারপরও যে তারা কেন এভাবে করছে আমি বুঝতে পারছি না। রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার রিয়াজ উদ্দিন পাড়ার ষাটোর্ধ্ব ইউনুস আলী সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ৩ বিঘা জমি জোর করে নিয়েছে। বাকি জমিটুকু নেওয়ার জন্য পাঁয়তারা করছে। সার্বক্ষনিক ভয়-ভীতি দেখিয়ে আসছেন। ভয়ে কারো কাছে বলতেও পারি না, সহ্য করতেও পারি না। আবার কিছু বললে মেরে ফেলানোর হুমকি। এভাবে ভয়ে দিন-রাত কাঁটাতে হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা কৃষক। জমি চাষ করে সংসার চালাতে হয়। এরই মধ্যে আমাদের সহ এলাকাবাসীর অনেকের জমি জোর করে নিয়েছে। সেই সকল জমিতে ৬০/৭০ ফিট গর্ত করে পুকুর করে মাটি ও বালু বিক্রি করছে। এতে অনেক আবাদি জমি ভেঙ্গে যাচ্ছে। এরকম অপকৌশল করে শতশত বিঘা জমি দখলে নিয়েছে সাবেক গোয়ালন্দ পৌর মেয়র শেখ মোঃ নিজাম।

এসময় ইদ্রিস আলী সরদার বলেন, সাবেক মেয়র শেখ নিজামের অত্যাচারে আমরা শান্তিতে ঘুমাতে পারি না। শেখ নিজাম যেভাবে জমি দখল করছে তাতে কয়েকদিন পর আমাদের বসত বাড়ী পুকুরে পরিনিত হবে। বাধা দিলে সাবেক মেয়রের কর্মচারীদের নির্যাতনের শিকার হতে হয়। বাধ্য হয়ে এলাকাবাসী সবাই এখন রাস্তায় নেমে এসেছে।

শহিদুল ইসলাম নামের এক কৃষক বলেন, আমার আবাদি জমির পাশে ৫০/৬০ ফুট গর্ত করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। আমাকে ভয় দেখানো হচ্ছে জমি বিক্রি করার জন্য। কিন্ত আমার এই জমি টুকু চলে গেলে কি করে সংসার চালাবো। তিনি আরও বলেন, এই জমিতে বছরে যে ধান হয় সেটা দিয়ে আমার সারাবছর চলে। কিন্ত সাবেক মেয়রের নির্যাতন আর সহ্য হচ্ছে না। আমরা এই অত্যাচারের হাত থেকে মুক্ত হতে চায়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনজার্চ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার বিকেলে বেকু দিয়ে মাটি খননের সময় এলাকাবাসীর সাথে সাবেক মেয়রের লোকজনের মধ্যে মারামারি হয়। এসময় ৪ জন আহত হয়েছে।

আহতদের চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পুনরায় তাদের উপর হামলা করেছে এমন প্রশ্নের সত্যতা নিশ্চিত করে তিনি আরও জানান, এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক জানান, গোয়ালন্দ উপজেলার যে কোন জায়গায় বেকু ও ড্রেজার দিয়ে মাটি খনন করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুক্রবারের ঘটনা আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

(এইচ/এসপি/জানুয়ারি ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test