E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যানজটে নাকাল পাংশা পৌরবাসী 

২০২২ জানুয়ারি ২৭ ১৮:৪২:২০
যানজটে নাকাল পাংশা পৌরবাসী 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা পৌর শহরে প্রতিনিয়ত তীব্র যানজটে চরম দুর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ। ইজিবাইক ও ভারী যানবাহন শরের মধ্যে চলাচল এবং গাড়ী লোড-আনলোড করায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে শহরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। ভারী যানবাহন সকাল ৮টা থেকে রাত ৮টার আগমুহূর্তে পৌর শহরে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউই। প্রতিনিয়ত শহর দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বালুভর্তি ট্রাক ও বাটা হাম্বার সহ ভারী যানবাহন। যার ফলে বাড়ছে যানজট, দুষিত হচেছ পরিবেশ। সব মিলিয়ে ক্রমোসই বসবাসের অনুপযোগী হয়ে উঠছেন পাংশা শহর।

অন্যদিকে হকার্স মার্কেট থাকা সত্ত্বেও ফুটপাতের ব্যবসায়ীরা সেখানে না গিয়ে ফুটপাত দখল করেই চালিয়ে যাচ্ছেন তাদের ব্যাবসা। পৌরশহরের রেলগেট, কালিবাড়ী মোড় ও পুরাতন বাজার সহ পৌর এলাকার বিভিন্ন জায়গায় সবসময় যানজট লেগেই থাকে। এ যানজটের ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী চাকুরীজীবি সহ সকল শ্রেনী পেশার মানুষের।

জ্যামে আটকে পড়া পৌর এলাকার বাহিরে থেকে আসা আশিক মোল্লা নামের একজন কলেজ ছাত্র বলেন, ভালোমানের স্কুল কলেজ পৌর শহরের মধ্যে হাওয়ায় আমরা এখানে পড়তে আসি কিন্তু পৌরসভার মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গেই জ্যামে আটকে থাকতে হয় যার ফলে বেশিরভাগ সময় স্কুল কলেজে ঢুকতে লেট হয়ে যায়। পরীক্ষা চলাকালিন সময়ও মাঝে মধ্যে জ্যামের কারনে পরীক্ষার হলের ঢুকতে লেট হয়ে। এখন কলেজ বন্ধ থাকলেও প্রাইভেটের জন্য এসে ৩০ মিনিটের উপর জ্যামে আটকে আছি। সাধারণ মানুষ বলছেন যানজটের কারণে পাঁচ মিনিটের রাস্তা কোন কোন সময় ঘন্টার পর ঘন্টা রাস্তায় পড়ে থাকতে হয়। ভারী যান দিনে চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ক্রমোসই বাড়ছে বালি বোঝাই ড্রাম ট্রাক সহ অবৈধ গাড়ি গুলার চলাচল। প্রশাসনের তেমন ভূমিকা পালন করতে দেখা যায় না। দিনে দিনে যেনো ভারী যানজটের শহরে পরিণিত হচ্ছে পাংশা।

রেলগেটের একজন চা বিক্রেতা বলেন, মাঝে মাঝে রেলক্রসিংয়ের উপরে এমন জ্যাম লাগে তাতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল বলেন, যানজট নিরসনে ও অবৈধ যান চলাচলে আমরা মাইকিং করেছি। প্রশাসনও ব্যাপক ভূমিকা রাখছে। পৌর এলাকার রাস্তার কাজ শুরু হওয়ায় ও বাইপাস রাস্তা না থাকায় এবং দিন দিন বেড়ে চলা রুট পারমিট ছাড়া ইজিবাইক-ভ্যান-রিক্সা সহ অবৈধ যানবাহন চলাচলে এ যানজটের সৃষ্টি হয়। রুট পারমিট ছাড়া অবৈধ যানবাহন গুলো বন্ধ করা গেলেই যানজট কমে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, ফুটপাত দখল ও ভারি যান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়াই আছে এগুলা বন্ধ করতে এবং যানজট নিরসনে উপজেলা প্রশাসন আবারো ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে।

(একে/এসপি/জানুয়ারি ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test