E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে গোলাগুলিতে সেনাসদস্যসহ নিহত ৩

২০২২ ফেব্রুয়ারি ০৩ ১২:০০:৪৩
বান্দরবানে গোলাগুলিতে সেনাসদস্যসহ নিহত ৩

রানা মারমা, বান্দরবান : বান্দরবানের রুমায় সেনাবাহিনী এবং সন্ত্রাসীদের গোলাগুলিতে ১ সেনা কর্মকর্তা ও জেএসএস(সন্তু) দলের ৩ সদস্য নিহত হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টার সময় রুমার বথি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাকে চট্টগ্রাম সিএমএইচে পাঠানো হয়েছে।

বুধবার রাতে জোন (২৮ বীর) এর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সেনা টহল দলকে লক্ষ্য করে জেএসএস ( সন্তু) দলের সদস্যরা গুলি চালায়।

এসময় সেনাসদস্যরাও পাল্টা গুলি চালালে এক সেনা কর্মকর্তা ও জেএসএস ( সন্তু) এর তিনজন সদস্য মারা যায়। এসময় এক সেনাসদস্য আহত হয়।

নিহত সেনা কর্মকর্তার নাম মো: হাবিবুর রহমান। তিনি রুমা জোন (২৮) বীর রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আহত সেনা সদস্যর নাম মোঃ ফিরোজ। তিনি একই ক্যাম্পের সেনা সদস্য।

তবে জেএসএস (মুল) দলের নিহত সদস্যদের নাম পাওয়া যায়নি। বুধবার (২ফেব্রুয়ারী) রাত পৌনে ১১টার সময় রুমার বথি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ২৮ বীরের একটি বিশেষ টহল দল রাইক্ষিয়াংলেক আর্মি ক্যাম্প থেকে পাখই পাড়ায় গেলে সেখানে জানতে পারে বথিপাড়া এলাকার আস্তানায় সন্তুবাহিনীর জেএসএস (মুল) দলের সদস্যরা অবস্থান করছে এমন খবর পেয়ে সেনা সদস্যরা

সেখানে অভিযানে গেলে সন্ত্রাসীরা সেনাটহল দলকে উদ্দেশ্য করে অতর্কিত হামলা চালায় এসময় টহল দলের নেতৃত্বে থাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের মাথায় গুলি লাগে এবং সেনা সদস্য ফিরোজের পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ হয়ে ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান মারা যায়। পরে সেনা সদস্যরা পাল্টা গুলি ছুড়লে জেএসএস এর ৩ সন্ত্রাসী মারা যায়। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এসএমজি, ৩ টি দেশীয় অস্ত্র, ২৮০ রাউন্ড গুলি, সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাক সহ নানা সরঞ্জাম

(আরএম/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test