E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাতাভোগীদের হয়রানি রোধে উপজেলা পরিষদে নগদ কাউন্টার উদ্বোধন

২০২২ ফেব্রুয়ারি ০৬ ১৭:১১:০১
ভাতাভোগীদের হয়রানি রোধে উপজেলা পরিষদে নগদ কাউন্টার উদ্বোধন

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : সমাজসেবা অধিদপ্তরের আওতায় সামাজিক সুরক্ষা খাতের টাকা যাতে ভাতাভোগীরা নির্বিঘ্নে মোবাইলে পান সে ব্যবস্থা করতে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদে ‘নগদ’ পরিষেবা কাউন্টার খোলা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী রবিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এই কাউন্টার উদ্বোধন করেন। প্রথম দিনেই প্রায় অর্ধশত ভাতাভোগীর নানা রকম জটিলতা নিরসন করে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা নিশ্চিত করা হয়।

তথ্য নিয়ে জানা গেছে, ভাতাভোগীরা পিন নাম্বার ও নিজস্ব নগদ একাউন্ট নিয়ে নানা রকম হয়রানীর শিকার হন। প্রতিদিন শত শত মানুষের এ সব সমস্যা নিরসন করতে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারীদের হিমশিম খেতে হয়। সরকারী কাজ বাদ দিয়ে ভাতাভোগীদের ভাতা সংক্রান্ত জটিলতা নিয়েই তাদের দিন পার হয়ে যায়। উপকারভোগীদের এ সব সমস্যা নিরসন করতে সদর উপজেলা পরিষদের মধ্যেই নগদ এর কাউন্টার স্থাপন করা হলো।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, ভাতাভোগীদের নগদ সংক্রান্ত জটিলতা নিরসন করতেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। আশা করা যায় এখন থেকে তারা প্রতারিত বা হয়রানির শিকার হবেন না।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test