E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৬:৩৬:৪৭
লোহাগড়ায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় পাঠক নন্দিত দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে দৈনিক যুগান্তরের লোহাগড়া প্রতিনিধি বিপ্লব রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন।

এ সময় আরও বক্তব্য রাখেন রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, প্রথম আলোর নড়াইল জেলা প্রতিনিধি মারুফ সামদানী, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়া উপজেলা পরিচালক সাংবাদিক আবু আব্দুল্লাহ, মানবজমিনের সাংবাদিক শাহজাহান সাজু।

আলোচনা সভায় বক্তারা দৈনিক যুগান্তরের অব্যহত সাফল্যের ভূয়শী প্রসংশা করেন এবং যুগান্তরের প্রকাশক ও যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যন সালমা ইসলামের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লোহাগড়া জোনাল অফিসের ডিজিএম এটিএম তারিকুল ইসলাম, মাইটিভির জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, সমকালের সাংবাদিক রেজাউল করিম, ইত্তেফাকের সাংবাদিক শরিফুল ইসলাম আক্কাস, লোহাগড়া সরকারী পাইলট বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, ফাল্গুনী টিভির জেলা প্রতিনিধি খসরুজ্জামান লিটন, গ্রামের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলামসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে দৈনিক যুগান্তরের ২৩তম বর্ষে পদার্পন উপলক্ষে অতিথিবৃন্দ কেক কেটে উৎসব পালন করেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test