E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছোট মহেশখালীতে ভোট উৎসব

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৭:২৯:৪১
ছোট মহেশখালীতে ভোট উৎসব

জাহেদ সরওয়ার, কক্সবাজার : উৎসবমুখর পরিবেশে সোমবার কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলাজুড়ে মাত্র একটা ইউনিয়ন হওয়ায় পুরো জেলার নজর ছিল ছোটমহেশখালীতে। এ নির্বাচনকে ঘিরে অজানা শঙ্কা বিরাজ করলেও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। তবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটের শেষ মুর্হুতে এসে বড় ধরনের কোন ঘটনা না ঘটে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। সকাল থেকে দলে দলে কেন্দ্রে আসেন ভোটার। তাদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। বিভিন্ন কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এক নাগাড়ে চলে ভোট গ্রহণ।

তবে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছোট মহেশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি কেন্দ্রে সকাল সাড়ে ৮ টার সময় বিশৃঙ্খলা হয়েছে নৌকার প্রার্থী এনামুল করিম ও স্বতন্ত্রপ্রার্থী মোটর সাইকেলের প্রতীকের রিয়ান সিকদারের সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে লাঠিচার্জ করে তাঁদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, ভোটারদের সরব উপস্থিতিতে একটি অবাধ গ্রহণ যোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে।

(জেএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test