E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যানজট নিরসনে নবীনগর বাজারকে হকারমুক্ত ঘোষণা

২০২২ ফেব্রুয়ারি ০৯ ১০:২৩:১৭
যানজট নিরসনে নবীনগর বাজারকে হকারমুক্ত ঘোষণা

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ভয়াবহ যানজট নিরসনের লক্ষে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাজারটিকে 'হকারমুক্ত' ঘোষণা করলেন পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস। বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে এ ঘোষণা কার্যকর করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র।

মঙ্গলবার রাতে পৌরসভা কার্যালয়ে মেয়রের কক্ষে নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে এক দীর্ঘ মতবিনিময় সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে মেয়র এ ঘোষণা দেন।

জানা গেছে, সম্প্রতি নবীনগর সদর (পৌর) বাজারের প্রতিটি সড়কে যানজট মারাত্মক আকার ধারণ করে। এতে পথচারীসহ জনদূর্ভোগ চরমে পৌঁছে। এ নিয়ে ফেসবুকসহ গণমাধ্যমে লেখালেখি হলে, মেয়রের আহবানে এর প্রতিকারের লক্ষে মঙ্গলবার রাতে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জরুরী ভিত্তিতে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় দীর্ঘ আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে বাজারে যানজট নিরসনের লক্ষে বাজারের রাস্তাঘাটকে হকারমুক্ত ঘোষণা করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে মেয়র এডভোকেট শিব শংকর দাস দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার নিউজকে বলেন, 'বুধবার থেকেই বাজারের রাস্তাঘাটের দু'পাশে হকারদেরকে আর বসতে দেয়া হবেনা। পাশাপাশি বাজারে পণ্যবাহী সব ট্রাক এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ঢুকবে এবং সকাল আটটার আগেই সেগুলো বাজার থেকে বের হয়ে যাবে।'

মেয়র আরও জানান, বুধবার হতে দক্ষিণাঞ্চল থেকে আসা সবধরণের যানবাহন মাঝিকাড়া ব্রীজ হয়ে তিতাস নদীর পাড় দিয়ে ঢুকে ডাকবাংলো হয়ে নবীনগর হাইস্কুল সড়ক দিয়ে বের হয়ে যাবে। পাশাপাশি উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল থেকে আসা সব ধরণের যানবাহন আদালত বটমূল পর্যন্ত আসতে পারবে। এরপর বাজারে ঢুকতে চাইলে শাহসাহেব বাড়ি সড়ক ব্যবহার করে জমিদার বাড়ি সড়ক হয়ে আদালত সড়ক দিয়ে পুনরায় বের হয়ে যেতে পারবে।'

এছাড়া, বড় বাজারের খোলা ময়দানে এখন থেকে আর কোন ক্ষুদ্র ব্যবসায়ীকে বসতে দেয়া হবেনা। তবে বৃহস্পতি ও রবিবার মার্কেট ডে'তে বড় বাজারের পূর্ব অংশে দূর দূরান্ত থেকে আসা কেবল সবজি ব্যবসায়ীরা বসতে পারবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস দৈনিক বাংলা ৭১ এর এক প্রশ্নের জবাবে বলেন'পৌরসভার এসব সিদ্ধান্ত কেউ অমান্য করলে, থানা প্রশাসনের সহযোগিতায় অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

এসব সিদ্ধান্ত বাস্তবায়নে একজন পুলিশ কর্মকর্তা ও পৌরসভার পক্ষ থেকে ৮ জন ইউনিফর্ম পরা স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক মনিটরিং এ থাকবে বলেও মেয়র সাংবাদিকদের জানান।

তবে সভায় উপস্থিত নবীনগর বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন পরে দৈনিক বাংলা ৭১ কে বলেন, 'সভায় নেয়া সকল সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে, যানজট অবশ্যই কমে যাবে ইনশাল্লাহ। তবে হকার্সদের জন্য দ্রুত বিকল্প জায়গার ব্যবস্থাও করতে হবে। তা না হলে শত শত গরীব হকার্স ভাইয়েরা আর্থিক সংকটে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।'

মতবিনিময় সভায় নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) নূরে আলম, পৌর কাউন্সিলর আবু সায়েদ, মো. নূরুজ্জামান, দাউদ আলম শ্যামল, নবীনগর বাজার কমিটির সভাপতি মনির হোসেন, সেক্রেটারী আশরাফুল আলম জনি, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ সাহা, মনির হোসেনসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

(জিডিএ/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test