E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে ইজিবাইক ছিনতাই চক্রের পাঁচ সদস্য আটক 

২০২২ ফেব্রুয়ারি ০৯ ১৫:৪৮:০২
রাজবাড়ীতে ইজিবাইক ছিনতাই চক্রের পাঁচ সদস্য আটক 

মিঠুন গোস্বামী, রাজবাড়ী সদর : দীর্ঘদিন ধরে চায়ের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে তা কৌশলে নিরীহ ইজিবাইক চালকদের সেবন করিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হল- মো. আকাশ ওরফে আকাশ মাদবর (১৯), মো. রবিন হোসেন (২২), মো. নিজাম উদ্দিন ওরফে সালমান (৩০), মো. আকরাম হোসেন (২৬) ও মো. সাদ্দাম হোসেন (২৬)।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ক্লুলেস ডাবল মার্ডার মামলার রহস্য উদঘাটনসহ সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সদস্য গ্রেফতার ও লুন্ঠিত ইজিবাইক উদ্ধার নিয়ে প্রেসব্রিফিং করেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, অতি‌রিক্ত পু‌লিশ সুপার মো. সালাহউদ্দীন শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন চৌধুরী, সি‌নিয়র সহকারি পু‌লিশ সুপার সুমন কুমার সাহা প্রমুখ।

সাংবাদিকদের প্রেসব্রিফিংয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে চায়ের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে তা নিরীহ চালকদের সেবন করায় এরা। এরপর ইজিবাইকের চালকেরা অজ্ঞান হয়ে পড়লে চক্রের অন্য সদস্যরা কৌশলে ইজিবাইকটি নিয়ে সটকে পড়ে এবং পরবর্তীতে ইজিবাইকগুলো অন্যত্র বিক্রি করে।

এ সময় তিনি উল্লেখ করে বলেন, গত ২৬ জানুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ ও কালুখালী থানা এলাকা থেকে অজ্ঞান করে মো: ইসমাইল শেখ ও সুজন পাঠান নামের দুজন ইজিবাইক চালকের কাছ থেকে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় এ চক্রটি। পরবর্তীতে এই দুই ইজিবাইক চালকই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে এদের পরিবার পৃথক পৃথক ভাবে স্ব স্ব থানায় এজাহার দায়ের করলে দুটি হত্যা মামলা রুজু করা হয়।

এরপরই পাংশা সার্কেল সুমন কুমার সাহা, কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসানের নেতৃত্বে এসআই (নি:) মো. হাসানুর রহমানসহ সঙ্গীয় অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস আভিযানিক দল তদন্ত শুরু করেন। এরপরেই তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামিদের ঢাকা জেলা, ঢাকা সিটি কর্পোরেশন এবং পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেফতার করা হয়।

এই সংঘবদ্ধ চক্রটি একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে একই ধরণের আরো বহু অপরাধ কর্ম সংঘটন করেছে বলল স্বীকার করেছে। মামলা দুটির তদন্ত অব্যাহত রয়েছে এবং বিস্তারিত তদন্ত শেষে সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test