E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপার নিত্যানন্দপুরে চেয়ারম্যান হলেন মফিজ বিশ্বাস

২০২২ ফেব্রুয়ারি ১১ ১৯:০৩:৫৩
শৈলকূপার নিত্যানন্দপুরে চেয়ারম্যান হলেন মফিজ বিশ্বাস

অরিত্র কুন্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নিনত্যানন্দপুর ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মফিজ উদ্দীন বিশ্বাস। তিনি ৪০৫৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। বেসরকারী তথ্যে মফিজ বিশ্বাস পেয়েছেন ৯১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের বিদ্রোহী প্রার্থী ফারুক হোসেন বিশ্বাস পেয়েছেন ৫১০১ ভোট। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাতে ভোট গননা শেষে ফলাফলা ঘোষনা করা হয়। দিনব্যাপী নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। ১০টি কেন্দ্রে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। জাল ভোট, কেন্দ্রে দখল, ভোটারদের হুমকী এমনকি কোন ধরণের অনিয়ম ছিল না ভোট কেন্দ্রে। পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনী মোতায়েন করা হয়। ছিল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। ভোট বিশ্লেষন করে দেখায় যায় শৈলকূপার সাপখোলা কেন্দ্রে নৌকা পেয়েছে ৭১৫ ভোট আর মটরসাইকেল ৪৮১, খালফলিয়া কেন্দ্রে নৌকা ৮১০, মটরসাইকেল ২০৩ বাগুটিয়া কেন্দ্রে নৌকা-১৫৪৪, মটরসাইকেল-৪৬৫, পীড়াগাতী কেন্দ্রে নৌকা-১০০০, মটরসাইকেল-২০০, রঘুনন্দনপুর কেন্দ্রে নৌকা-১৩৪৮, মটরসাইকেল-০৫৫, রূপদাহ কেন্দ্রে নৌকা ৬৬৩, মটরসাইকেল ৬৩১, নিত্যানন্দনপুর কেন্দ্রে নৌকা-৬৫৮, মটরসাইকেল-৬০৮ এবং শেখড়া ভোট কেন্দ্রে নৌকা ৭১২ ও মটরসাইকেল ১৫২৩ ভোট পান।

(একে/এসপি/ফেব্রুয়ারি ১১, ২০২২)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test