E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দে লতা মঙ্গেকরকে স্মরণে স্মরণসভা 

২০২২ ফেব্রুয়ারি ১২ ১৭:০৪:১৫
গোয়ালন্দে লতা মঙ্গেকরকে স্মরণে স্মরণসভা 

এম এ হীরা, গোয়ালন্দ : গত রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লতা মঙ্গেকরকে ২৮ সেপ্টেম্বর ১৯২৯ – ৬ ফেব্রুয়ারি ২০২২) ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা। তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এবং তার গাওয়া মোট গানের সংখ্যা দশ হাজারেরও বেশি। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ডটি তারই। তিনি ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।তার জন্ম ২৮ সেপ্টেম্বর ১৯২৯ ইন্দোর রাষ্ট্র, ব্রিটিশ ভারত (এখন মধ্যপ্রদেশ, ভারত)।

তার মৃত্যুতে সারা পৃথিবীর গান প্রেমী মানুষ শোকাহত। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার আমার গানের বুলবুলি নামে একটি সংগঠন লতা মঙ্গেশকরের স্মরণে আলোচনা সভা ও গানের অনুষ্ঠানের আয়োজন করেছেন। শুক্রবার ১১ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার টিএনটি কার্যালয়ে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক শিক্ষক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবু নির্মল ঠাকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাংলা ৭১ এর প্রতিনিধি এম এ হীরা, প্রজন্মকণ্ঠ এর প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

আমার গানের বুলবুলি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাজ্জাক ঠাকুরের সঞ্চালনায় সংগঠনের শিল্পীরা লতা মঙ্গেশকর স্মরণে গান পরিবেশন করেন।

(এইচ/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test