E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর এলেন হেলিকপ্টার চড়ে

২০২২ ফেব্রুয়ারি ১৬ ০০:১৬:৫৯
বর এলেন হেলিকপ্টার চড়ে

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে মঙ্গলবার  মো. মিরাজ বাকার নামের এক বর হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ সময় বাকারের সাথে তাঁর তিনজন আত্মীয় ছিলেন। উৎসুক কয়েকশত গ্রামবাসী ওই হেলিকপ্টার ও বর দেখতে সেখানে ভিড় করেন।

জানা গেছে , কিছুদিন আগেই মাদারীপুর সদর উপজেলার আলহাজ্ব আবু বক্কার সিদ্দিকের ছেলে লন্ডন প্রবাসী মোঃ মিরাজ বাকারের সাথে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য হুমায়ুন কবির মিল্টন ভ‚ইয়ার মেয়ে লামিয়া কবির মিমের বিয়ে ঠিক হয়। পারিবারিকভাবে তাঁদের বিয়ের তারিখ ছিল মঙ্গলবার। দুপুর ২টার দিকে একটি ভাড়া করা হেলিকপ্টারে করে মিরাজ বাকার তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ী ইতনা গ্রামের স্কুল মাঠে নামেন। অন্য বর যাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন। এলাকার কয়েক শত লোক স্কুল মাঠে বরযাত্রী ও হেলিকপ্টার দেখতে ভিড় করেন। জনতার ভিড় সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়।

হুমায়ুন কবির মিল্টন বলেন, তার তিন সন্তানের মধ্যে বড় মেয়ে লামিয়া এইচএসসি পরীক্ষার্থী। এ বিয়েতে বর পক্ষের ২০০ যাত্রীসহ ৫০০ অতিথি এসেছেন। তিনি এলাকার কয়েকশত গণ্যমান্য ব্যক্তিকে এ বিয়েতে দাওয়াত করেছেন। বিকালে বিয়ে শেষে হেলিকপ্টারে করে বর-কনে মাদারীপুর গ্রামের বাড়ীতে পৌঁছে গেছেন।

এ ব্যাপারে বর মিরাজ বাকার বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন তার খুব আনন্দ লাগছে।

মেয়ের চাচা মশিউর রহমান মিলন ও আলী আজগর মিন্টু জানান, সবার ছোট ভাইয়ের মেয়েকে আত্মীয়-স্বজন উপস্থিত থেকে ধুম-ধামের সাথে বিয়ে দিয়েছি।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test