E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁয়ে সাবেক সাংসদ পুত্র দীপের লাগানো ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা

২০২২ ফেব্রুয়ারি ১৭ ১৮:৪৮:৫৮
সোনারগাঁয়ে সাবেক সাংসদ পুত্র দীপের লাগানো ফেস্টুন ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এরফান হোসেন দীপের টাঙানো বিলবোর্ডে ব্যানার ও ফেস্টুন রাতের অন্ধকারে ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) রাতে সোনারগাঁ চৌরাস্তায় সোনারগাঁ শপিং কম্পেলেক্স এর ৪ তলা ভবনের ছাদের উপর বিলবোর্ডে ব্যানারটি লাগানো ছিল, কিন্তু বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বহুতল ভবনের উপরে বিলবোর্ডে টাঙানো ঐ ব্যানারটি রাতের আঁধারে ছিড়ে ফেলা হয়েছে। এছাড়া সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায়ও এমন ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে,এরফান হোসেন দীপের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার লাগানো ব্যানার,ফেস্টুন ছিড়ে ফেলছে।

এ বিষয়ে এরফান হোসেন দীপ বলেন, ঘটনাটি দুঃখজনক। একটি কুচক্রী মহলের ইন্ধনে আমার টাঙানো এ ব্যানার ছিড়ে ফেলা হয়েছে। ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ও আমার পিতা প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেনের ছবিযুক্ত ছিলো।

এখনো এ জঘন্য মানসিকতার ব্যক্তিরা আমাদের সমাজে আছে ভাবতেই অবাক লাগে। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা এমন ঘৃণ্য কাজ করতেই পারে না। আমি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

(এবি/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test