E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনারগাঁয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান

২০২২ ফেব্রুয়ারি ১৭ ১৯:০১:৫৭
সোনারগাঁয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৬ ফেব্রুয়ারী) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে পৌরসভার আমিনপুর মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শামসুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, পৌরসভা উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ ইউসুফ হাবিব, প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি, সোনারগাঁ ডেইরী উন্নয়ন এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম।

এসময় প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল ভেড়া,মুরগী, হাস, কবুতর, হাউড্রোফনিক ঘাস, মিষ্টি সহ ৩১টি স্টল ঘুরে দেখেন স্থানীয় এমপি। পরে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার,জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব।

(এবি/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test