E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ

২০২২ ফেব্রুয়ারি ১৯ ০০:০৩:০৯
নাটোরে ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তা তৈরী হয়েছে। বর্তমান সরকার রেমিটেন্স যোদ্ধা হিসেবে ফ্রিল্যান্সারদের অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে আত্মসম্মান ও স্বীকৃতি প্রদান করেছে। দেশের ৬৪ টি ইনকিউবিশন সেন্টারে তরুণ-তরুণীরা প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। তরুণরাই দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন। ফলে তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

শুক্রবার বিকালে নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত সফল ফ্রিল্যান্সার ২৯ জনের মাঝে ল্যাপটপ তুলেদেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ (সংরক্ষিত) নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ . পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকারের উপ-পরিচালক নাদিম সারোয়ার, এলইডিপির (২য় সংশোধিত প্রকল্প) প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও আইসিটি বিভিাগের নেতৃবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

(এডিসি/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test