E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে পুলিশের ওপর হামলা , ৪ জন গুলিবিদ্ধ

২০১৪ সেপ্টেম্বর ২২ ২১:৪৭:৪৩
নাটোরে পুলিশের ওপর হামলা , ৪ জন গুলিবিদ্ধ


নাটোর প্রতিনিধি:সোমবার নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে আটক সৌদি প্রবাসী এক ব্যাক্তিকে উদ্ধার করতে গেলে পুলিশের উপর  সন্ত্রাসীরা হামলা চালায়। পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় চারজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটনকে পুলিশ আটক করে।

পুলিশ জানায়, নলডাঙ্গা উপজেলার বামনগ্রাম এলাকার সোনাউল্লার ছেলে সৌদি প্রবাসী জহুরুল ইসলামের কাছে ২ লাখ টাকা দাবী করে স্থানীয় যুবলীগ নেতা তৌহিদুর রহমান লিটন সহ তার সঙ্গিরা। জহুরুল চাঁদা দিতে অস্বীকার করলে তাকে ধরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর বাজারের ইউনিয়ন পরিষদ ভবনের পাশের একটি ঘরে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়।

জহুরুলের পরিবার থানায় বিষয়টি অবগত করলে পুলিশ সন্ধ্যার পর জহুরুলকে উদ্ধারে ঘটনাস্থলে গিয়ে মুল হোতা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটনকে আটক করে। এসময় লিটনের সহযোগীরা লাঠি সোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ বাসুদেবপুর গুচ্ছগ্রামের মজনু মিয়ার ছেলে এরশাদ আলী(২৫),সাজিপাড়া এলাকার মজু শাহর ছেলে বাবু(২৮), বালুডাঙ্গা গ্রামের নাড়– মন্ডলের ছেলে অকতার (৪০) ও বাসুদেবপুর চকপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রুবেলকে(২০) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানান, পুলিশ সর্টগানের ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং জহুরুলকে উদ্ধার করে। আটক লিটনের বিরুদ্ধে চাঁদাবাজীর একাধিক মামলা রয়েছে।


(এমআর/এসসি/সেপ্টেম্বর২২,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test