E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে দুর্গা পূজার প্রস্ততি শেষপর্যায়, ২টি ঝূঁকিপূর্ণ

২০১৪ সেপ্টেম্বর ২৩ ০০:২৮:৫৪
রায়পুরে দুর্গা পূজার প্রস্ততি শেষপর্যায়, ২টি ঝূঁকিপূর্ণ

লক্ষ্মীপুর প্রিতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর পৌরশহরসহ এ বছর ১০টি মন্ডপে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে প্রতিমা তৈরিসহ পূজার সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ২টি মন্ডপকে ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। মন্ডপগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আগামী ২৯শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উৎসব অনুষ্ঠান শেষে হবে।
রায়পুর পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অমৃত লাল নাথ বলেন, ১০টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ সমাপ্তির পথে। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য তিনি সকলের সহযোগিতা চান। উপজেলার পূর্ব গাইয়ার চর ক্যাম্পেরহাটের হরিচঁদ-গুরুচাঁদ ঠাকুর মন্দির ও জগন্নাথ দেববিগ্রহ মন্দিরসহ ২টি মন্ডপকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
এছাড়াও ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের নেতাদের নিয়ে পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনঞ্জুরুল হক আকন্দ বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গোৎসবে ১০টি মন্ডপে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এর মধ্যে ২টি মন্ডপকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল পুলিশের পাশাপাশি ভ্রাম্যমান আদালত মাঠে থাকবে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, প্রতিটি মন্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উৎযাপনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

(এমএস/এসসি/সেপ্টেম্বর২৩,২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test