E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

২০২২ ফেব্রুয়ারি ২১ ১৭:১৪:২০
রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

মিঠুন গোস্বামী, রাজবাড়ী সদর : রাজবাড়ীতে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাজবাড়ী রেলওয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও রাজবাড়ী প্রেসক্লাব পুষ্পমাল্য অর্পন ও ১ মিনিট নিরবতা পালন করে। পরে সোমবার ভোরে এ উপলক্ষে ঐতিহাসিক ভাষা শহীদদের প্রতি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি ও শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজবাড়ী – আসনের এমপি মো. জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকশেখ সোহেল রানা টিপুসহ জেলা আওয়ামী লীগ, সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন ও অন্যান্য পেশাজীবি এবং সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।

এ ছাড়া জেলা বিএনপির সাবেক সভাপিত ও রাজবাড়ী ১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপির সহশ্রাধিক নেতা কর্মী শহরে শোক র‌্যালী করে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।

(এমজি/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test