E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাঁচ ভাইয়ের পর রক্তিমও চলে গেলেন

২০২২ ফেব্রুয়ারি ২২ ১৬:২৬:২৪
পাঁচ ভাইয়ের পর রক্তিমও চলে গেলেন

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় পাঁচ ভাইয়ের পর মারা গেছেন তাদের আরেক ভাই রক্তিম সুশীলও। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন জামাই খগেশ চন্দ্র।

বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে সমবেত হয়েছিলেন ৯ ভাইবোন (সাত ভাই ও দুই বোন)। গত ৮ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে একসঙ্গে তারা বাড়ি যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু হয়। ওইদিন বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক ভাই।

এরা হলেন- অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রক্তিম সুশীলও।

এ ঘটনায় অক্ষত অবস্থায় বেঁচে যান সুরেশ চন্দ্র সুশীলের মেয়ে মুন্নী সুশীল। আহত হন আরও দুই ছেলে ও এক মেয়ে। নিহতদের বোন হীরা শীল মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি পা কেটে ফেলা হয়েছে।

এদিকে পাঁচ ভাইকে চাপা দেওয়া পিকআপের চালক সাহিদুল ইসলামকে ১১ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র‍্যাব।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২২)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test