E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

২০২২ ফেব্রুয়ারি ২২ ১৮:১৩:৫৫
কালিগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ১০শয্যা বিশিষ্ট  মা ও শিশু কল্যান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন  ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: জাহিদ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনা সার্কেল-৪ এর তত্বাবধায়ক প্রকশৌলী মীর মো: আব্দুল হান্নান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা জানান, ৩ লাখ ১ হাজার ৫৩০ জন মানুষের জন্য কালীগঞ্জ উপজেলায় একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। যেখানে নিয়মিত চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করছেন। কালীগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে এই উপজেলায় ১১টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে, ২টি পল্লী স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে পরিববার পরিকল্পনা বিভাগের কর্মীরা সেবা প্রদান করছেন।আর কালীগঞ্জ শহরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্র স্থাপন হওয়ায় কালীগঞ্জ বাসী সুফল পাবেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test