E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হত্যার ২২ বছর পর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

২০২২ ফেব্রুয়ারি ২৪ ১৮:২০:২০
হত্যার ২২ বছর পর দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে হত্যাকাণ্ডের ২২ বছর পর আব্দুল জলিল (৭২) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। দণ্ডপ্রাপ্ত আসামি মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, ২০০০ সালের ১৯ মে ধানক্ষেতে বাঁশ উপড়ে পড়া নিয়ে বাকবিতন্ডায় চাচাতো ভাই আসর উদ্দিনকে কুপিয়ে আহত করে পালিয়ে যান আব্দুল জলিল। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসর উদ্দিন মারা যান।

এ ঘটনায় জামালপুর সদর থানায় হত্যা মামলা হয়। ২০১৮ সালের ৮ আগস্ট তাকে জামালপুরের বিশেষ দায়রা জজ জহুরুল কবির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। প্রায় ২২ বছর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাবের একটি আভিযানিক দল মাদারগঞ্জের হাটমাগুরা এলাকা থেকে ভোরে আব্দুল জলিলকে গ্রেফতার করে।

(আরআর/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test