E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিগগিরই খোলা হবে ভারতীয় ইমিগ্রেশন : হাইকমিশনার

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৪:৩৪:৫৯
শিগগিরই খোলা হবে ভারতীয় ইমিগ্রেশন : হাইকমিশনার

চাঁপাইনববাবগঞ্জ প্রতিনিধি : করোনা পরিস্থিতি কমে যাওয়ায় পাসপোর্ট যাত্রীদের জন্য শিগগিরই ভারতীয় ইমিগ্রেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এছাড়া সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাওয়ার ক্ষেত্রে দুই লেনে উন্নতিকরণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি এবং সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেন্টুসহ অন্যরা।

পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ভারতীয় হাইকমিশনার। সবশেষে ছোট সোনামসজিদের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। এ সময় সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০৫ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test