E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গণটিকার প্রথমদিনে বগুড়ায় টিকা পেলেন আড়াই লক্ষাধিক মানুষ

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৬:০৯:৪৬
গণটিকার প্রথমদিনে বগুড়ায় টিকা পেলেন আড়াই লক্ষাধিক মানুষ

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : পূর্ব ঘোষিত দেশব্যাপী করোনার গণটিকা কার্যক্রমের প্রথমদিনে বগুড়ায় টিকা পেলেন আড়াই লক্ষাধিক মানুষ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ৩৬৬টি টিকা কেন্দ্রে ২,৬১,১৪০ জনকে টিকা দেওয়া হয়েছে। বগুড়া সিভিল সার্জন ডা. শফিউল আজম শনিবার রাত ৮.৪৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার বগুড়ায় ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের গণটিকা কার্যক্রম শুরু হয়। ১২ উপজেলা, ৩ পৌরসভা, ১২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থায়ী কেন্দ্রে ৩৬৬টি টিম টিকাদান কার্যক্রমে অংশ নেয়। জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই এদিন টিকা পেয়েছেন ২,৬১,১৪০ জন।

সিভিল সার্জন ডা. শফিউল আজম বলেন, সরকারিভাবে বগুড়া জেলায় ১,১০,০০০ হাজার মানুষকে গণটিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে স্বাস্থ্য বিভাগ ৩ লাখ টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে। শনিবার একটি মোবাইল টিমসহ ৩৬৬ টিমের মাধ্যমে ৩৬৬ কেন্দ্রে টিকা দেওয়া হয়। ১ম ডোজ দেওয়া হয়েছে ২,৩৬,৩৭৭ জনকে, ২য় ডোজ দেওয়া হয়েছে ২৩,২৪৩ জনকে এবং ১,৫২০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। সারাদিনে ২,৬১,১৪০ জনকে টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুসারে এ কার্যক্রম আরও ২ দিন বর্ধিত করা হয়েছে।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামীর হোসেন মিশু বলেন, দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ায় টিকা ক্যাম্প গুলোতে উৎসবের সঙ্গে গণটিকা দেয়া হচ্ছে। গণটিকা কার্যক্রমে ১ম বা ২য় ডোজ বলে কিছু নেই, যারা টিকা পায়নি তারা সবাই এইসব কেন্দ্রে টিকা নিতে পারছেন। তবে স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে গণটিকার পাশাপাশি সব ডোজ দেয়া হচ্ছে। বগুড়া পৌরসভা ও সদর উপজেলায় সরকারি ভাবে ১৬,২০০ টিকার লক্ষ্যমাত্রা নির্ধারিত হলেও ৩০,০৮০ জনকে টিকা দেয়া হয়েছে। গণটিকা কার্যক্রমে শুধুমাত্র বগুড়া পৌরসভা ও সদর উপজেলায় ৫৪টি টিকা কেন্দ্রে ১০৮ জন স্বাস্থ্য কর্মী ও ১৬২ জন স্বেচ্ছাসেবী গণটিকা কার্যক্রমে নিয়োজিত অাছেন। বগুড়া জেলার সব ইউনিয়ন, পৌরসভার পাশাপাশি শহরের সাতমাথা, চারমাথা, চাষিবাজার, ঠনঠনিয়া, শহীদ টিটু মিলনায়তন চত্বর, দত্তবাড়ি, হাড্ডিপট্টি, মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়সহ বিভিন্ন স্থানে টিকা দেওয়া হয়।

বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দত্তবাড়ি পানির ট্যাংক টিকাকেন্দ্র ঘুরে দেখা যায় সবাই উৎসাহের সঙ্গে টিকা গ্রহণ করছে। কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী জানান, এই টিকাকেন্দ্রে প্রথমদিন ১,২০০ জনকে টিকা দেয়া হয়েছে। করোনার গণটিকা নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বগুড়ায় বিগত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। জেলায় ২৫ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ১ম ডোজ পেয়েছেন ২৪,৮২,৮২৭ জন, ২য় ডোজ পেয়েছেন ১৯,৭০,১৪৪ জন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৬৩,১১২ জন।

(এআর/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test