E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুরাদনগরে লাখ টাকার ফুটবল টুর্ণামেন্টে ভোলাচং একাদশ চ্যাম্পিয়ন

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৬:২১:২১
মুরাদনগরে লাখ টাকার ফুটবল টুর্ণামেন্টে ভোলাচং একাদশ চ্যাম্পিয়ন

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ কলেজ মাঠে 'আলহাজ্ব সামছুল হক লাখ টাকার (নগদ) ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় 'ভোলাচং ফুটবল একাদশ' চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকেলে অনুষ্ঠিত জমজমাট ওই ফাইনাল খেলায় মুরাদনগরের গাঙ্গেরকুট ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে নবীনগর উপজেলার 'ভোলাচং ফুটবল একাদশ' টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থেকে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী দলের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন। এ সময় মুরাদনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদের সভাপতিত্বে ফাইনাল খেলায় আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক, নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস।

এছাড়াও ওই ফাইনাল খেলায় স্থানীয় আন্দিকুট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, নবীপুর পূূর্ব ইউপির চেয়ারম্যান জাকির হোসেন ওরফে ভিপি জাকির, আকবপুর ইউপির চেয়ারম্যান শিমুল বিল্লাহ, ধামঘর ইউপির চেয়ারম্যান আবদুল কাদের, টুর্ণামেন্ট কমিটির সাধারণ সম্পাদক সেলিম হায়দার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হায়দ্রাবাদ গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব সামছুল হকের মৃত্যুর পর তাঁর নামানুসারে গঠিত সামছুল হক স্পোর্টিং ক্লাব এই আকর্ষণীয় ও জমজমাট ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে। দূর দূরান্ত থেকে আগত কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শক তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলাটি উপভোগ করেন। খেলায় উভয় দলেই একাধিক বিদেশী খেলোয়ার (নিগ্রো) অংশ নেওয়ায় খেলাটি উপভোগ্য হয়।

(জিডি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২২)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test