E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাকা ছিনতাইয়ের অভিযোগে সোনাগাজীর ৩ পুলিশ সদস্য ক্লোজড

২০২২ ফেব্রুয়ারি ২৮ ১৮:৪৫:৪৭
টাকা ছিনতাইয়ের অভিযোগে সোনাগাজীর ৩ পুলিশ সদস্য ক্লোজড

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর সোনাগাজী উপজেলার ৩ পুলিশ সদস্য নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেড় লাখ টাকা ছিনতাইকালে স্থানীয় জনতার হাতে আটক হয়, পরে সোনাগাজী মডেল থানার ওই তিন পুলিশকে ক্লোজড করেছেন ফেনীর পুলিশ সুপার।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার (এসপি) মোঃ আবদুল্লাহ আল মামুন সোনাগাজীর আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রের এএসআই সহ তিন পুলিশ সদস্যকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছে।

প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলো- সোনাগাজী মডেল থানার আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশের এএসআই মোঃ জহিরুল হক, কনস্টেবল আনোয়ার হোসেন ও কায়সার হামিদ।

পুলিশ সুপার আরও জানান, টাকা ছিনতাই ও জনতার হাতে পুলিশ সদস্য আটকের ঘটনাটি তদন্তের জন্য জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুয়ায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রবিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় নোয়াখালী কোম্পানীগঞ্জের ৫ নং মুছাপুর ইউনিয়নের ছোটধ্বলি গ্রামে ছিনতাই করা দেড়লাখ টাকাসহ তিন পুলিশ সদস্যকে আটক করেছিল স্থানীয় জনতা।

মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বলেন, সোনাগাজীর ছোটধ্বলি গ্রামের ব্যবসায়ী শেখ ফরিদ রবিবার রাতে দোকান বন্ধকরে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর তিন পুলিশ সদস্য তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে সিএনজি চালিত অটোরিকশায তুলে মারধর শুরু করেন। পরে ব্যবসায়ীর কোমরে থাকা দেড়লাখ টাকার বান্ডিল ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে সিএনজি অটোরিকশাসহ তিন পুলিশ সদস্যকে আটক করেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছ থেকে ব্যবসায়ীর দেড়লাখ টাকা উদ্ধার করি এবং ফেনীর পুলিশ সুপারের অনুরোধে তাদেরকে সোনাগাজী থানা পুলিশের হাতে তুলে দিই।

(এনকে/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test