E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যের লাগাম টানার দাবি

২০২২ মার্চ ০৫ ১৪:১৮:৩০
নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যের লাগাম টানার দাবি

রাজন্য রুহানি, জামালপুর : খাদ্যপণ্য, ভোজ্যতেল ও জ্বালানি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক। সেই সঙ্গে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধসহ পারমাণবিক অস্ত্রমুক্ত শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।

শনিবার (৫ মার্চ) সকাল ১১টায় শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উভয় সংগঠনের জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুৃমন মাহমুদ, সাংবাদিক অ্যাডভোকেট ইউসুফ আলী, তৌফিকুল আলম শরিফ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রমেন বনিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ, সদস্য মুর্শেদ ইকবাল, লিটন সরকার, আব্দুল খালেক, কৃষি শ্রমিক মুছা মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি, পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন।

বক্তারা বলেন, খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির লাগাম এখনই টানা দরকার। নইলে সাধারণ মানুষেরা ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। এ বিষয়ে সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

সরকারের বাণিজ্যমন্ত্রীর উদ্ভট বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এসি রুমে বসে আপনি বাজারের খবর রাখেন না। বাজারে প্রবেশ করে দেখুন মানুষের মাঝে নাভিশ্বাস উঠেছে। সিন্ডিকেট ভাঙুন, নইলে বাজারে যে আগুন জ্বলছে তা মানুষের মনে ছড়িয়ে পড়লে তা কোোভাবেই নেভানো সম্ভব হবে না।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা এবং যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশে চলমান খুন, ধর্ষণ, অজ্ঞাত লাশ উদ্ধার, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং লাগামহীন দুর্নীতি বন্ধেরও দাবি জানানো হয়।

(আরআর/এএস/মার্চ ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test