E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'প্রধানমন্ত্রী হিজড়াদের জীবনমান উন্নয়নে কাজ করছেন'

২০২২ মার্চ ১০ ১৯:৩০:২১
'প্রধানমন্ত্রী হিজড়াদের জীবনমান উন্নয়নে কাজ করছেন'

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি বলেছেন, হিজড়াদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। হিজড়া জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমানকাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে যে সংবিধান উপহার দিয়েছেন তাতে অনুন্নত সম্প্রদায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল নাগরিকের সমমর্যাদা ও অধিকার সুনিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে। বঙ্গবন্ধুর দেখানো সেই পথ অনুসরণ করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, মূলধারায় সকল সম্প্রদায়ের মতো পিছিয়ে পড়া হিজড়া বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে বহুমাত্রিক তৎপরতা জোরদার করা হচ্ছে।

জামালপুরে ট্রান্সজেন্ডার এবং হিজড়া জনগোষ্ঠীর তৈরিকৃত পণ্যের মেলার উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ মেলার উদ্বোধন করা হয়।

জামালপুর সিড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা জয়ন্তী কয়েরি, মনিরা চৌধুরী প্রমুখ।

মেলা সূত্রে জানা যায়, সিড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ৫দিন ব্যাপী এ মেলায় ৬টি বিভিন্ন পণ্যের স্টল স্থান পেয়েছে। আগামী ১৩ মার্চ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে বলেও জানান মেলার আয়োজকরা।

(আরআর/এএস/মার্চ ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test