E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

২০১৪ সেপ্টেম্বর ২৪ ১৮:৫০:৪৩
সিরাজগঞ্জে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক পাচারের দায়ে দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ছয় হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সিরাজগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. আয়েজ উদ্দিন বুধবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ঢাকার ধামরাই থানার ফেলিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে মাইক্রোচালক সাজ্জাদ হোসেন ঠাণ্ডু (৩২) ও রাজশাহীর পুঠিয়া থানার দুর্লভপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সজিব ওরফে সহিদ (৩০)।

মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৯ এপ্রিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় পুলিশ চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে একটি হাইস মাইক্রো থেকে ৩১১ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজন আটক করে। এ ঘটনায় বঙ্গবন্ধু পশ্চিম থানার উপ-পরিদর্শক আব্দুল জব্বার বাদী হয়ে মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমান শেষে বিচারক এ রায় প্রদান করেন। অভিযুক্তরা জামিন নেয়ার পর থেকে পলাতক রয়েছে। এপিপি এ্যাড. রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষে এবং এ্যাড. সেলিম আসামী পক্ষে মামলা পরিচালনা করেন।

(এসএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test