E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলনবিলে সোঁতি জাল অপসারণ ও জড়িতদের গ্রেফতারের নির্দেশ

২০১৪ সেপ্টেম্বর ২৪ ২১:১২:২৯
চলনবিলে সোঁতি জাল অপসারণ ও জড়িতদের গ্রেফতারের নির্দেশ

নাটোর প্রতিনিধি :আগামী কয়েকদিনের মধ্যে চলনবিলের সমস্ত সোঁতি জাল অপসারনসহ এর সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।একই সাথে সোঁতি জালকে কেন্দ্র করে আর যাতে কোন সাংঘর্ষিক ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতেও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়।

গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় জেলা আইন শৃংখলা কমিটির প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দস এই নির্দেশ দেন।
সভায় অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। জলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান, পুলিশ সুপার বাসুদেব বনিক, জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দস তাঁর বক্তৃতায় বলেন, শুধু মাদক সেবনকারী ও বাহককে গ্রেপ্তার করে সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। মাদকের তালিকাভূক্ত ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে হবে। এরসাথে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের সনাক্ত করে তাদেরও গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা গেলে মাদক বাহক ও অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশ থেকে বিতাড়িত হবে। নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আগামী ঈদ ও শারদীয় দূর্গাপূজার আগে জেলার কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশ প্রশাসনকে লক্ষ রাখতে হবে। অপরাধীরা যে দলেরই হোক, তাদের ক্ষমা করা হবে না। সর্বশক্তি দিয়ে হলেও তাদের আইনের কাঠগড়ায় আনতে হবে। জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সাজেদুর রহমান বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের ধরলে চলবে না। যারা এই কাজে উৎসাহিত ও অর্থযোগান দিচ্ছে তাদের চিহ্নিত করে আইনের কাঠগোড়ায় আনতে হবে।
কমিটির সদস্য নাটোর প্রেসক্লাবের সভাপতি রনেন রায়সহ উপস্থিত অতিথিরা আসন্ন ঈদ ও শারদীয় দূর্গাপূজাঁ উপলক্ষে শহর ও মহাসড়কের আইন শৃঙ্খলা উন্নত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন। সভায় নাটোর পৌরসভার মেয়র শেখ এমদাদুল হক আল মামুন জানান, তাঁর নতুন ভবনের পাশের একটি দেওয়াল ভেঙ্গে কিছুলোক অবৈধভাবে মার্কেট নির্মাণ করছেন। অবিলম্বে তা বন্ধ করার ব্যাপারে তিনি সহযোগীতা চান। তিনি ক্ষোভের স্বরে বলেন, ইতিপুর্বেও আইন শৃংখলা সভায় এ বিষয়ে অবহতি করার পরও প্রশাসন থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এ ব্যাপারে একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক আশ্বস্ত করেন।

(এমআরএম/এসসি/সেপ্টেম্বর২৪,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test