E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সড়কে প্রাণ গেল সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলীর

২০২২ মার্চ ২৭ ১২:০৬:৪৫
সড়কে প্রাণ গেল সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলীর

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ফেরার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া ইউনিয়নের ইউসুফপুর এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজার সড়ক ও জনপথের উপ-সহকারি প্রকৌশলী জহির আহমদ ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানা।

শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইউসুফপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যায় মৌলভীবাজার সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহির আহমদ এর।

সূত্রে জানা যায়,সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জহির আহমদ ও উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানা শ্রীমঙ্গলের একটি সড়কের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে প্রাইভেট কার যোগে মৌলভীবাজারের পথে ফিরছিলেন। এসময় মৌলভীবাজার থেকে আসা মিনি ট্রাকের সাথে প্রাইভেট কারটির সংঘর্ষ হলে দূর্ঘটনার শিকার প্রাইভেট কারটি দুমরে মুচরে যায়। ঘটনার প্রায় আধা ঘন্টা পর পুলিশ,প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ওই কারের বাম্পার ও গ্লাস ভেঙ্গে ভিতর থেকে প্রকৌশলী জহির আহমদ ও উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানাকে বের করে আনা হলে ঘটনাস্থলে নিহত হন প্রকৌশলী জহির আহমদ। আর উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানা গুরুতর আহত হন। এসময় গুরুত্বর আহত উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে। বর্তমানে সেখাইে চিৎিসাধীন আছেন তিনি।

শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির গøাস ও বাম্পার ভেঙ্গে তাদের দুজনকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ট্রাকটি আটক করে নিয়ে আসা হলেও ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের অফিস সহকারী মাসুক আহমদ জানান,নিহত উপ-সহকারী প্রকৌশলীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর গ্রামে। তাঁর বাবার নাম এনামুল হক। আর আহত উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানিয়েছেন তিনি।

এদিকে উপ-সহকারী প্রকৌশলী জহির আহমদ নিহত ও উপ-সহাকারী প্রকৌশলী মাসুদ রানা আহত হওয়ার ঘটনায় শোকাহত মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী,কর্মকর্তা ও কর্মচারীরা। মেধাবী এই প্রকৌশলীকে হারিয়ে শোকে মুহ্যমান তাঁরা। রবিবার দুপুর ২টার দিকে নিহত উপ-সহকারী প্রকৌশলী জহির আহমদের ছাতকের ইসলামপুর গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে সেখানকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে। ইতি মধ্যে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানাযার নামাজে যোগ দিতে ছাতকের পথে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

(একে/এএস/মার্চ ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test