E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কটিয়াদীতে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের উদ্বোধন

২০২২ মার্চ ২৮ ১৮:৫৫:৩৫
কটিয়াদীতে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের উদ্বোধন

কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে আরটিআইপি-২, এলজিইডি এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী (বিডিসি) মোঃ শফিকুল ইসলাম ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক মোঃ মাঈনুল ইসলাম।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খাঁন, প্রধান শিক্ষক এম এ ইউসুফ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি র‌্যালি বেথইর আনন্দ বাজার প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক দায়িত্বে ছিলেন, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ডিভিশনাল কো-অর্ডিনেটর হাসান আলী ও ফিল্ড কমিউনিকেটর স¤্রাজ কুমার মন্ডল।

(ডিআর/এসপি/মার্চ ২৮, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test