E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে পরকীয়ায় মজে দুই শিশু সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

২০২২ মার্চ ৩০ ১৭:২০:০০
ভৈরবে পরকীয়ায় মজে দুই শিশু সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও

মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জের ধরে প্রবাসীর স্ত্রী দুই শিশু সন্তান রেখে নগদ অর্থ, গহনা নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া গৃহবধূ ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের সালাম মিয়ার মেয়ে আকলিমা বেগম (২৮) এবং প্রেমিক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত আব্দুর রেহমানের ছেলে আব্দুল আল খালিদ (৩০)।

জানা যায়, ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর গ্রামের ছাদেক মিয়ার পুত্র হোসেন মিয়া (৩৫) বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন। এর আগে ১২ বছর তিনি সৌদী আরবে কর্মরত ছিলেন। প্রবাসী মো. হোসেন মিয়ার পঞ্চম শ্রেণি ও প্রথম শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। বাবা প্রবাসে, মা পালিয়ে গেছেন-এমতাবস্থায় অবুঝ দুটি শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন দাদী বৃদ্ধা হালিমা বেগম।

২৭ মার্চ রবিবার সকালে আকলিমা বেড়ানোর কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে জানতে পারেন সে প্রেমিকের সাথে পালিয়ে গেছে। এই অভিযোগে ২৮ মার্চ সোমবার রাতে প্রবাসী হোসেন মিয়ার মা (আকলিমার শ্বাশুড়ি) বাদী হয়ে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানাযায়, ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর গ্রামে ছাদেক মিয়ার পুত্র হোসেন মিয়া একই উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের সালাম মিয়ার মেয়ে আকলিমা বেগমকে ১২ বছর আগে বিয়ে করেন। ১২ বছরের সংসারে তাদের তাসনিম হোসেন (১১) নামের একটি কন্যা ও তাজিম হোসেন (৭) নামের একটি পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন হোসেন মিয়া। বিয়ের পর বিশ^াস করে স্ত্রীর ব্যাংক একাউন্টে আয়ের লাখ লাখ টাকা পাঠিয়েছেন।

কয়েক বছর হলো তিনি সন্তানদের ভালো লেখাপড়ার কথা চিন্তা করে গ্রামের বাড়ি ছেঁড়ে স্ত্রী-সন্তানদের ভৈরব পৌর শহরের ভৈরবপুর এলাকায় ভাড়া বাসায় রাখা শুরু করেন। এরই মধ্যে এক নিকটআত্মীয়ের মাধ্যমে পরিচয় হওয়া আব্দুল আল খালিদের সাথে তার প্রেম হয়। স্বামীর অনুপস্থিতিতে প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। ঘটনা জেনে স্বামী তাকে বিদেশ থেকে বার বার সতর্ক করলেও থেমে থাকেনি তাদের অনৈতিক সম্পর্ক ও মেলামেশা।

এরই সূত্র ধরে গত রবিবার প্রেমিক খালিদের হাত ধরে বাসা থেকে বেড়ানোর কথা বলে পালিয়ে যায় আকলিমা। বাসা থেকে যাওয়ার সময় আকলিমা ২০ লাখ টাকা ও ৮ লাখ টাকা মূল্যের ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

আকলিমার শ্বাশুড়ি ও মামলার বাদী হালিমা বেগম জানান, আমার ছেলের প্রবাস সময়ের ১২ বছরের আয় তার স্ত্রীর ব্যাংক হিসেবে বিশ্বাস করে পাঠিয়েছে। গহনা ছিল ১২ ভরি। এই গহনা আলমারিতে নেই। সব নিয়ে প্রেমিক খালিদের সাথে বেড়ানোর কথা বলে পালিয়ে গেছে। তাদের দুটি শিশু সন্তান রয়েছে। সন্তানদের রেখে আকলিমা পালিয়েছে। আমি এখন অবুঝ শিশু দুটিকে নিয়ে বিপদে আছি। তারা তাদের মাকে ফিরে পেতে কান্না করছে।

তিনি অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, খালিদ তার মোবাইল নাম্বার (০১৬১৬-৬৪৬১৪৫) ফোন করে হুমকি দিয়েছে মামলা করলে শিশু দুটিকে নিয়ে মেরে ফেলবে। তাই তিনি তার নাতিদের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত।
প্রেমিকা আকলিমাকে নিয়ে পালিয়ে যাওয়া এবং মোবাইলে হুমকি প্রসঙ্গে জানতে ০১৬১৬-৬৪৬১৪৫ এই নাম্বারে কল করলে খালিদ জানান, তিনি এই প্রসঙ্গে কথা বলতে ইচ্ছুক নন।

ভৈরব থানার উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, রোববার রাতে অভিযোগটি তিনি হাতে পেয়ে তদন্ত শুরু করেছেন। ঘটনাটির সত্যতা পেলে আইনগতঃ ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।

(এম/এসপি/মার্চ ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test