E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে দুদক কার্যালয়ের উদ্বোধন 

২০২২ মার্চ ৩০ ১৮:৪৬:১৬
মাদারীপুরে দুদক কার্যালয়ের উদ্বোধন 

ওহিদুজ্জামান কাজল. মাদারীপুর : মাদারীপুরে আজ বুধবার (৩০ মার্চ) সকালে শহরের লেকেরপাড়ে সমন্বিত সরকারি অফিস ভবনের দশ তলায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কার্যালয়। 

দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন। মাদারীপুর ও শরিয়তপুর জেলার যেকোন ব্যক্তি দুর্নীতির বিরুদ্ধে এখানে অভিযোগ দিতে পারবেন। প্রতিষ্ঠানটিতে একজন উপ-পরিচালক, তিনজন সহকারী পরিচালক, ৪ জন উপ-সহকারী পরিচালকসহ মোট ২৩ কর্মকর্তা কর্মরত রয়েছেন। তাৎক্ষণিক সেবা মিলবে এতে খুশি দুই জেলার মানুষ।

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আক্তার হোসেন, দুদক-এর মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল, দুদক ঢাকা বিভাগের মহাপরিচালক (তদন্ত-১) মো. রেজানুর রহমান, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও শরিয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মোজাম্মেল হক খান দুর্নীতির বিরুদ্ধে জিরো টর্লারেন্সের কথা জানান। পাশাপাশি দুর্নীতির যেকোন তথ্য দুদককে অভিযোগ করারও অুনরোধ জানান তিনি।

প্রসঙ্গত, আমলাতান্ত্রিক জটিলতলায় ২০০৪ সালে মাদারীপুর জেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে মাদারীপুর ও শরিয়তপুর জেলার অভিযোগগুলো ফরিদপুর আঞ্চলিক অফিস থেকে খতিয়ে দেখা হতো। এখন থেকে এই দুইজেলার কার্যক্রম মাদারীপুরে পরিচালিত হবে।

(ওকে/এসপি/মার্চ ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test