E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মালামাল জব্দ, ফের দখলের আশংকা 

নবীনগরে তিতাস নদীর পাড় দখল করে দোকান নির্মাণের চেষ্টা!  

২০২২ এপ্রিল ০৪ ১৮:৫৯:২৭
নবীনগরে তিতাস নদীর পাড় দখল করে দোকান নির্মাণের চেষ্টা!  

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের  লঞ্চঘাটের উত্তর অংশে অবস্থিত শহররক্ষা বাঁধের বিশাল জায়গাটি আজ সোমবার (৪ এপ্রিল) দুপুরে দখল করে সেখানে অবৈধভাবে দোকানপাট নির্মাণের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু সরকারি জায়গা দখল চেষ্টার খবর পেয়ে এসি ল্যান্ডের তড়িৎ ও কঠোর পদক্ষেপ গ্রহণ করায় শেষ পর্যন্ত মূল্যবান জায়গাটি দখল করতে পারেনি ওই ভূমিদস্যু চক্রটি। তবে যেকোন সময় কোটি কোটি টাকা মূল্যের লোভনীয় ওই জায়গাটি দখল হয়ে যেতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে ৩০/৩৫ জন শ্রমিক সিমেন্টের বহু পিলার, কাঠ ও দোকান নির্মাণের সরঞ্জামাদি নিয়ে তিতাস নদীর পাড়ে অবস্থিত ওই খালি জায়গাটি প্রকাশ্য দিবালোকে দখল করে সেখানে দোকান নির্মাণের কাজ শুরু করে। এ সময় দখলদারদের ভয়ে কেউ বাঁধা দিতে সাহস পাচ্ছিলেন না। সেসময় উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম বিষয়টি জানতে পেরে নবীনগরের এসি ল্যান্ড মোশাররফ হোসাইনকে টেলিফোনে ঘটনাটি অবগত করেন। খবর পেয়ে এসি ল্যান্ড ঘটনাস্থলে দ্রুত আসার পর, দখলদারদের অনেক রাঘব বোয়ালেরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে এসি ল্যান্ড সরকারি জায়গায় দোকান নির্মাণের জন্য আনা যাবতীয় মালামাল জব্দ করে সবকিছু বাজেয়াপ্ত ঘোষণা করেন। এ সময় এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'নদীর পাড় দখলের মতো এতবড় দু:সাহস দেখে আমি স্তম্ভিত। তবে রাঘব বোয়ালদের কাউকেই পেলাম না। দখলদারদের কাউকে পেলে আইন অনুযায়ি কঠোর ব্যবস্থা নেয়া হত। তবে যদি ভবিষ্যতে এ সরকারি জায়গা কেউ দখলে নিতে আসে, দৃষ্টান্তমূলক কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম বলেন, 'এই জায়গাটিতে প্রতিদিন বিকেল থেকে অগণিত সাধারণ মানুষ এসে একটু বিশ্রাম নেয়। অথচ সেই জায়গাটিও দখল করার কি নোংরা পাঁয়তারা?'

কারা এই জায়গাটি দখলের সঙ্গে জড়িত? এমন প্রশ্নের জবাবে যুবলীগের এই নেতা বলেন, 'দুঃখজনক হলো, দখলে আসা শ্রমিকদেরকে জিজ্ঞাস করলে, তারা আমাদের কাছে সরকারি দলেরই চারজন নেতার নাম বলেন। যাদের দুজন জনপ্রতিনিধি, একজন মুক্তিযোদ্ধা আরেকজন বহুল আলোচিত আইনজীবি।'

এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শিব শংকর দাসের সঙ্গে কথা বললে তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে সন্ধ্যায় বলেন, 'আমিতো এসবের কিছুই জানিনা। কাদের এত দু:সাহস যে, তিতাস নদীর পাড়ে অবস্থিত এ মহামূল্যবান জায়গাটি দখল করার চেষ্টা করেছিল? ওরাতো মানুষনা। ভূমিদস্যু।'

তবে মেয়র জানান, ‘যিনি বা যারাই জায়গাটি দখলে নিতে আসবে, তার বা তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

(জিডি/এসপি/এপ্রিল ০৪, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test