E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিতাস নদীর পাড় দখলের চেষ্টা

নবীনগরে বিভিন্ন মহলের নিন্দা উদ্বেগ, নোঙরের প্রতিকার দাবি

২০২২ এপ্রিল ০৫ ১৮:০০:১৪
নবীনগরে বিভিন্ন মহলের নিন্দা উদ্বেগ, নোঙরের প্রতিকার দাবি

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে লঞ্চঘাট সংলগ্ন  তিতাস নদীর পাড়ে শহররক্ষা বাঁধের বিশাল একটি জায়গাটি দখল চেষ্টার ঘটনায় স্থানীয় বিভিন্ন মহল তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে বাংলাদেশের নদ-নদী, প্রাণ-পরিবেশ ও প্রকৃতি সুরক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করা সামাজিক সংগঠন নোঙরের জেলা সভাপতি শামীম আহমেদ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নদীর পাড় দখল চেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

তবে যেকোন সময় ফের কোটি কোটি টাকা মূল্যের এই সরকারি জায়গাটি বেদখল হয়ে যেতে পারে বলে স্থানীয়রা আশংকা করছেন।

জানা গেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইশারায় গত সোমবার দুপুরের দিকে ৩০/৩৫ জন শ্রমিক দোকান নির্মাণের সরঞ্জামাদি নিয়ে সদরের লঞ্চঘাট সংলগ্ন তিতাস নদীর পাড়ে অবস্থিত ওই খালি জায়গাটি দখল করে সেখানে দোকান নির্মাণের কাজ শুরু করে। খবর পেয়ে নবীনগরের এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন দ্রুত ঘটনাস্থলে এসে দোকান নির্মাণের জন্য আনা যাবতীয় মালামাল জব্দ করে সব বাজেয়াপ্ত ঘোষণা করেন। পরে এ ঘটনার সংবাদ ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে এ নিয়ে নানামহলে নিন্দার ঝড় ওঠে।

অভিযোগ উঠেছে, শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে সরকারি দলের চারজন চিহ্নিত স্থানীয় প্রভাবশালী নেতা কোটি কোটি টাকা মূল্যের এ সরকারি জায়গাটি সোমবার দুপুরে প্রকাশ্যে দখলের চেষ্টা চালিয়েছিল।

এ বিষয়ে নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম নোয়াফের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শফিক তাঁর ফেসবুকে লিখেন,' দেশে নদী দখলমুক্ত করতে বঙ্গবন্ধু কন্যার সরকার যেখানে উচ্ছেদ অভিযানে নেমেছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রাণের তিতাস নদীর পাড় দখলে নিতে মরিয়া একদল ভুমিদস্যু!

তিনি আরও লিখেন, 'নদীর পাড় দখলের সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজন প্রথম শ্রেণীর নেতা। আর সেইসব চিহ্নিত নেতাদের নির্দেশেই নদীর পাড় দখল করে এই অবৈধ স্থাপনা তৈরী হচ্ছিলো। কারণ এই নেতারা প্রতি দোকানের প্রাথমিক ছালামি হিসেবে পঁচিশ হাজার করে, মোট ৭২টি দোকান করে দেওয়ার কথা বলে প্রায় আঠার লক্ষ টাকা এই নেতারা বিভিন্ন মানুষদের কাছ থেকে নিয়ে যায়। '

পরে নোয়াফ সভাপতি সফিকুল ইসলাম শফিক এ প্রতিবেদককে বলেন, 'এটি খুবই দু:খজনক ও উদ্বেগজনক ঘটনা। তথাকথিত হকার্সলীগের নাম ভাঙ্গিয়ে কয়েকজন আওয়ামী নামধারী তথাকথিত নেতা আর্থিক সুবিধা পেয়ে এই অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা এ ধরণের অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই, যারা আওয়ামীলীগের নাম ভাঙিয়ে ভবিষ্যতে আবারও এইসব অপকর্মে লিপ্ত হবে, সেইসব নেতাদের বিরুদ্ধে দলীয় হাইকমান্ড যেন অন্তত দলের ভাবমূর্তি রক্ষায় দ্রুত কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন, উত্তরাধিকার ৭১ নিউজের মাধ্যমে সদাশয় সরকারের কাছে তার জন্য জোর দাবি জানাচ্ছি।'

এদিকে নদী রক্ষার সামাজিক সংগঠন নোঙর এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'নবীনগরে প্রায়ই আমরা স্থানীয় বুড়ি নদী, পাগলা নদী ও তিতাস নদী একটি প্রভাবশালী মহল দখল করে নিচ্ছেন বলে আমরা অভিযোগ পাই, যার সর্বশেষ ঘটনা তিতাস নদীর পাড় দখলের চেষ্টা। সবচেয়ে দুঃখজনক হলো, নবীনগরে এসব দখলের সঙ্গে সরকারি দলের নেতাদের জড়িত থাকার অভিযোগ যখন পাই!

তবে আশার কথা, নবীনগরের প্রশাসন এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করে দখলদারদের উচ্ছেদ করতে সক্ষম হয়েছে। সেজন্য নবীনগরের প্রশাসন তথা এসি ল্যান্ড মহোদয়কে নোঙর ধন্যবাদ জানাচ্ছে।'

তিনি আরও বলেন, 'নদী রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নে প্রশাসন ও সরকারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।'

এ বিষয়ে আজ সন্ধ্যায় দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজের পক্ষ থেকে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিমের সঙ্গে কথা বললে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, 'ভূমিদস্যুদের সাথে নবীনগর আওয়ামীলীগের কোন সম্পর্ক নেই। সুতরাং যে বা যারা এই তিতাস নদীর পাড় দখলের সঙ্গে জড়িত হবেন, তিনি বা তারা যত শক্তিশালী কিংবা প্রভাবশালীই হোক কিংবা আওয়ামীলীগ দলীয় কোন নেতাকর্মীও হন, সেইসব ভূমিদস্যুদের বিরুদ্ধে নবীনগরের সিভিল ও পুলিশ প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আমি আওয়ামীলীগের পক্ষে অনুরোধ করছি। কোনভাবেই নবীনগর আওয়ামীলীগ এসব অপকর্ম সহ্য করবেনা।’

প্রসংগত, "মালামাল জব্দ, ফের দখলের আশংকা! নবীনগরে তিতাস নদীর পাড় দখল করে দোকান নির্মাণের চেষ্টা" শিরোনামে গতকাল দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ নিউজে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হলে, এ নিয়ে সর্বত্র তোলপার সৃষ্টি হয়।।

(জিডি/এসপি/এপ্রিল ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test