E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে বিদ্যালয়ের সাবেক সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০২২ এপ্রিল ০৭ ১৬:১৫:২৩
ফরিদপুরে বিদ্যালয়ের সাবেক সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বিদ্যালয়ের সীমানা নির্ধারণ ও গাছ কাটার জের ধরে স্কুলের সাবেক সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর উচ্চ বিদ্যাালয় প্রাঙ্গনে হামলাকরিদের শাস্তির দাবিতে অন্তত ২ হাজার এলাকাবাসী এ কর্মসূচি পালন করে তারা। 

মানববন্ধনে বিক্ষুদ্ধ জনতা অভিযোগ করে জানান, ফরিদপুর সদর উপজেলার ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন আওামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং ইউনিয়নের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও হাইস্কুল ম্যানেজিং কমিটির সাবেক বিদ্যুৎসাই সদস্য জাহিদ মোল্লা (৫৫) কে বিদ্যালয়ের সীমানা নির্ধারন ও গাছ কাটার জের ধরে তার উপর হামলা চালানো হয়।

তারা বলেন, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার থাকাকালীন ঐ দুটি বিদ্যালয়ের একটি সভাপতি ও অপরটির বিদ্যুৎসাই সদস্য হিসেবে দায়িত্ব পালন করার সুবাধে দুটি বিদ্যালয়ের সীমনা নির্ধারণের জন্য সদর উপজেলা শিক্ষা অফিসার এর নির্দেশ ক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদকে দাওয়াত দেন। এরই ধারাবাহিকতায় ৬ এপ্রিল সকাল অনুমান ১০ ঘটিকার সময় প্রাথমিক বিদালয়ের পাকা রাস্তা সংলগ্ন উত্তর পশ্চিম কোনার সীমানা দেখানোর সময় হাইস্কুলের সভাপতি আশরাফ হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় তার এহেন কর্মকান্ডের প্রতিবাদ করিলে সভাপতি আশরাফ হোসেন এর ছোট ভাই রাশেদ মন্ডলসহ অজ্ঞাতনামা আরো কয়েক জন সংবদ্ধ হয়ে লোহার রড ও দেশিয় অস্ত্র নিয়ে জাহিদের উপর অতর্কিত হামলা চালায়। এতে জাহিদের ডান হাতের কবজিতে গুরুতর আঘাত লাগায় হাড় ভাঙ্গা জখম হয়।

এ ছাড়াও উক্ত হামলাকারী দল এলোপাতারী মারধোর করে তার শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। একই সাথে তার পকেটে থাকা ২২ হাজার টাকা ছিনিয়ে নেয় উক্ত হামলাকারী দল। এ সময় জাহিদের ডাকচিৎকারে স্থানীয়রা আগাইয়া আসিলে হামলাকারীরা বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাহিদকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়্। বর্তমানে জাহিদ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

মানবদ্ধনে বক্তারা আরো জানান, কৃষ্ণনগর হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ কুমার দাস ও সভাপতি আশরাফ হোসেন এর যোগসাজসে স্কুলের মুল্যবান সম্পদ স্বরুপ নানা ধরনের গাছপালা কেটে অর্থ হাতিয়ে নিয়েছে। একই সাথে বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে বিশাল একটি মেশিন বসিয়ে শব্দদুষণ সৃষ্টি করে কোমল মতি ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত সৃষ্টি করেছে। এ ছাড়াও ঐ দুজনের যোগসাজসে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনিয়ম তান্ডব চালিয়ে যাচ্ছেন তারা।

এ সময় মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি আশরাফ হোসেন এর অপসারনসহ উক্ত ঘটনার সঠিক তদন্ত পুর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিছে বিক্ষুদ্ধ জনতা।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়নের বিশিষ্ট আওয়ামীলীগ নেতা সুবল অধিকারী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, শ্রমিকলীগ সভাপতি সামসুর আলম মোল্লা, ছাত্রলীগ সভাপতি ইমাইদুল হক, স্বেচ্ছাসেকলীগ সাধারণ সম্পাদক বাদশা মিয়া সহ প্রায় ২ হাজার এলাকাবাসী।

(ডিসি/এসপি/এপ্রিল ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test