E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে টিসিবির পণ্য তদারকিতে মাঠে জেলা প্রশাসন

২০২২ এপ্রিল ০৭ ১৮:১৬:৪১
মাদারীপুরে টিসিবির পণ্য তদারকিতে মাঠে জেলা প্রশাসন

ওহিদুজ্জামান কাজল, মাদারীপুর : মাদারীপুরে রমজান উপলক্ষে টিসিবির পণ্য মাপে সঠিক দেয়া হচ্ছে কিনা বিষয়টি তদারকীতে মাঠ পর্যায়ে যাছাই করছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পৌর অডিটরিয়ামে এর কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় নিন্ম আয়ের পরিবারের জন্য বারদ্দকৃত ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ২ লিটার তেল ও ২ কেজি চিনি পরিমাপে সঠিক দেয়া হচ্ছে কিনা তা ওজন স্কেল দিয়ে পরিমাপ করেন জেলা প্রশাসক। সবকিছু ওজনে সঠিক পরিমাপে থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ৫৬০ টাকার বিনময়ে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি পরিবারগুলো।

এ সময় মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, পৌর সচিব খোন্দকার ফিরোজ ইলিয়াস, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, ‘পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪ হাজার ৮৬৭ পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। সরকারি নিয়ম মেনেই এসব খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে স্বজনপ্রীতির কোন সুযোগ নেই।’

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে জেলায় ৫১ হাজার ৩২৬ জন উপকারীভোগীকে এই সুবিধা হয়েছে। প্রথম পর্যায় শেষ হবার পর দ্বিতীয় পর্যায় বিতরণ কার্যক্রম চলছে।’

(ওকে/এসপি/এপ্রিল ০৭, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test