E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে মহর্ষির স্মৃতি রক্ষায় অবশেষে ‘মনোমোহন একাডেমি’ স্থাপনের উদ্যোগ

২০২২ এপ্রিল ০৮ ১৫:২৫:৪৭
নবীনগরে মহর্ষির স্মৃতি রক্ষায় অবশেষে ‘মনোমোহন একাডেমি’ স্থাপনের উদ্যোগ

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়ায় অবস্থিত 'আনন্দ আশ্রম' প্রাঙ্গণে মহর্ষি মনোমোহনের স্মৃতি রক্ষায় অবশেষে একটি 'মনোমোহন একাডেমি' স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। মহর্ষির পৌত্র শ্রীমৎ স্বামী বিল্বভূষণ গুরু মহারাজের অনন্তধাম যাত্রা স্মরণে ভার্চ্যুয়ালি আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে এ উদ্যোগের কথা জানান সরকারের ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমান।

গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে প্রচারিত দর্শকনন্দিত জনপ্রিয় নিউজ পোর্টাল নবীনগরের কথা ভার্চ্যুয়ালি এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।

দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি ও নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও সঞ্চালনায় ভার্চ্যুয়াল এ স্মরণ অনুষ্ঠানের ১৩১ তম পর্বে আলোচক ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী কবি আসাদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সাবেক সাংসদ মহর্ষি প্রেমিক জিয়াউল হক মৃধা, ডাক ও টেলিযোগাযোগ সচিব মহর্ষিভক্ত খলিলুর রহমান, সাতমোড়া আনন্দ আশ্রম কমিটির সাবেক সাধারণ সম্পাদক গীতিকার জয়দেব বর্মণ ও মহর্ষির প্রপৌত্রী মলয়া শিল্পী কল্যাণী দত্ত।

বক্তারা মহর্ষির জন্মের প্রায় দেড়শ বছর পরও মহর্ষির স্মৃতি রক্ষায় আনন্দ আশ্রম প্রাঙ্গণে দয়াময় অনুসারীদের দীর্ঘদিনের দাবিকৃত একটি মনোমোহন একাডেমি স্থাপিত না হওয়ায় হতাশা ব্যক্ত করে অবিলম্বে সেটি স্থাপনের জন্য অনুষ্ঠানের অন্যতম আলোচক, নবীনগরের কৃতি সন্তান মহর্ষি প্রেমিক, সচিব খলিলুর রহমানের প্রতি জোর দাবি জানান।

পরে ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, মহর্ষি রচিত মলয়া গান ও তাঁর সৃষ্ট সাহিত্য কর্ম বিশ্বময় ছড়িয়ে দিতে আমাদেরকে একটি সুন্দর পরিকল্পনা প্রনয়ণ করে কাজ করতে হবে। পাশাপাশি মহর্ষির সমাধিস্থল সাতমোড়া গ্রামের আনন্দ আশ্রম প্রাঙ্গণের সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন সহ একটি মনোমোহন একাডেমি স্থাপন আরও বহু আগেই দরকার ছিল।

তিনি আরো বলেন, তবে কবি আসাদ চৌধুরী স্যারের মতো মহর্ষির একনিষ্ঠ ভক্ত ও সাবেক সাংসদ মহর্ষি প্রেমিক জিয়াউল হক মৃধা মহোদয়গণসহ আনন্দ আশ্রমের সংশ্লিষ্টরা আমাকে সহযোগোগিতা করলে আমি সাতমোড়ায় সরকারিভাবে একটি মনোমোহন একাডেমি স্থাপন সহ আশ্রমটির সার্বিক উন্নয়নে খুব সহসাই উদ্যোগ নেব।
পরে কবি আসাদ চৌধুরী ও সাবেক সাংসদ জিয়াউল হক মৃধা তাঁদের বক্তব্যে সাতমোড়ায় মনোমোহন একাডেমি স্থাপনের লক্ষে সচিব খলিলুর রহমানের সঙ্গে এ বিষয়ে সকলে একত্রিত হয়ে কাজ করতে ইচ্ছে পোষণ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত মহর্ষির প্রপৌত্রী কল্যাণী দত্ত মহর্ষির জন্মের প্রায় দেড়শো বছর পর মহর্ষির জন্মভূমিতে একটি মনোমোহন একাডেমি স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় মহর্ষির পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নবীনগরের কথার এরকম একটি সময়োপযোগি আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
প্রায় আড়াই ঘন্টা ধরে চলা 'কোথাও যাইনি আমি তোদেরে ছেড়ে' শীর্ষক ভার্চুয়াল এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে মহর্ষি রচিত মরমী সঙ্গীত খ্যাত 'মলয়া গান' পরিবেশন করেন উদীয়মান দুই জনপ্রিয় মলয়া গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শৈলী সূত্রধর স্বর্ণা ও রীমা দাস।

(জিডি/এসপি/এপ্রিল ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test