E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙ্গায় মোটরসাইকেলের ৩ আরোহীর ওপর সন্ত্রাসীদের হামলা, নিহত ১

২০২২ এপ্রিল ০৮ ১৭:৩৬:৫০
ভাঙ্গায় মোটরসাইকেলের ৩ আরোহীর ওপর সন্ত্রাসীদের হামলা, নিহত ১

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজারে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মোটরসাইকেলের ৩ আরোহীর উপর সন্ত্রাসীরা আর্তকিত হামলা করে । এসময় সোলেমান শরীফ (৩৫) ঘটনা স্থলেই মারা যায়।

সে তুজারপুর ইউনিয়নের জানদী গ্রামের গোপাল শরীফের পুত্র । গুরুতর আহতরা হলো, একই গ্রামের কামরুল মাতুব্বর(৪০), পিতা কালাম মাতুব্বর ও আমিনুল মাতুব্বর(৪০), পিতা মনিরুদ্দীন মাতুব্বর। এ ঘটনা নিশ্চিত করেছে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

জানা গেছে, পোদ্দার বাজার থেকে তিন বন্ধু মোটর সাইকেলে করে গ্রামের বাড়ি জানদির উদ্দেশ্যে রওনা দেয়। বাজার পার হওয়া মাত্রই সেখানে উৎ পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিন আরোহীকে এলোপাথাড়ি কোপায়। এসময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যায়। গুরুত্বর আহত ২ জনকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কামরুল মাতুব্বরকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় প্রেরন করা হয়।

খবর পেয়ে ভাংগা থানা পুলিশ নিহত সোলেমানের লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ সহ অতিরিক্ত পুলিশ মাঠে কাজ করছেন। তবে ঘটনা স্থলে একজন মারা গেছে। একজনের অবস্থা আশঙ্কা জনক।

(ডিসি/এসপি/এপ্রিল ০৮, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test