E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মৌলভীবাজারে পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন ৫৩ জন

২০২২ এপ্রিল ০৯ ২৩:৩৬:১৪
মৌলভীবাজারে পুলিশে কনস্টেবল পদে চাকরি পেলেন ৫৩ জন

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মাত্র একশত বিশ টাকায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন প্রবাসী অধ্যুসিত মৌলভীবাজার জেলার ৫৩ জন চাকরিপ্রার্থী।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে ৫৩ জন চাকরিপ্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

গত ২২ থেকে ২৪ মার্চ তিনদিন ব্যাপী মৌলভীবাজার শহরতলীর পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত প্রার্থীদের নিয়ে অত্যন্ত সচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ পক্রিয়াটি সম্পন্ন হয়।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাচাই শেষে ৩শত ৭৫জন পুরুষ ও ৪১জন নারী গত ২৯ মার্চ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ওই পরীক্ষায় মোট ৮৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ ৮৩ জন প্রার্থী শনিবার ৯ এপ্রিল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। মৌখিক পরীক্ষা শেষে নারী ও পুরুষ ৫৩ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) যে সিস্টেম চালু করে দিয়েছেন তা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথেষ্ট। তিনি বলেন, কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এসময় তিনি নিয়োগপ্রাপ্ত সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

(একে/এএস/এপ্রিল ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test