E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০২২ এপ্রিল ১০ ১৭:৪৫:৫৬
নবীনগরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের একটি পুকুরের পানিতে ডুবে সাওদামণি (৬) ও রোজামনি (৫) নামে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর সরকারি কলেজের পুকুরে এ অপ্রত্যাশিত বেদনাদায়ক ঘটনাটি ঘটে।

মৃত ওই দুই শিশুর একজন সাওদামণির বাবা মনির হোসেন ও রোজামণির বাবা আনোয়ার হোসেন সম্পর্কে দুই আপন ভাই। তাদের বাড়ি নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে। এ ঘটনার পর থেকে ওই দুই শিশুর পরিবারে শোকের মাতম চলছে।

প্রত্যক্ষদর্শী সরকারি কলেজের কর্মচারী হাসান মিয়া ঘটনার বর্ণনা দিয়ে জানান, বেলা সাড়ে এগারটার দিকে আমাদের সরকারি কলেজের দক্ষিণ দিকের পুকুরটিতে ওই দুটি শিশু পানিতে ডুবে গেছে বলে কয়েকজন লোক চিৎকার করতে থাকেন। পরে আমি কলেজের প্রিন্সিপাল রাশেদ স্যারকে নিয়ে ঘটননাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দ্রুত আমি পুকুরে নেমে শিশু দুটিকে অচেতন অবস্থায় পানি থেকে উদ্ধার করি। পরে ওই দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পরে এদের লাশ মাঝিকাড়ার বাড়িতে আনা হলে, সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ উত্তরাধিকার ৭১ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যায়। পরে বিষয়টি মানবিক হওয়ায়, শিশু দুটির লাশ এদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ বিষয়ে নবীনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।'

নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাশেদুল হক বলেন, 'ঘটনাটি খুবই মর্মান্তিক। একদম চোখের সামনে যে দুটি শিশুর এমন অপ্রত্যাশিত, মর্মান্তিক মৃত্যু দেখবো, সেটি এখনো যেন ভাবতেই পারছিনা।'

(জিডি/এসপি/এপ্রিল ১০, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test