E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লক্ষ্মীপুরে মেঘনায় জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষ, গুলিতে নিহত ১

২০২২ এপ্রিল ১০ ১৮:০৭:০৪
লক্ষ্মীপুরে মেঘনায় জেলেদের সঙ্গে নৌ পুলিশের সংঘর্ষ, গুলিতে নিহত ১

শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় নৌ পুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে আমির হোসেন নামে এক জেলে নিহত হয় এবং চার পুলিশসহ ১৬ জন আহত হয়েছেন।

আজ রবিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মজুচৌধুরীর হাট নৌ পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন ও চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার অদূরে মেঘনা নদীতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আমীর হোসেন ভোলা সদরের কুতুবপুরা মতলব বাড়ির ছেলে। আহতরা হলেন- পুলিশ সদস্য জহিরুল ইসলাম, মো. মহসীন, আনোয়ার হোসেন, মোবারক হোসেন। আটক জেলেদের নাম-পরিচয় জানা যায়নি।

নৌ পুলিশ ও স্থানীয়রা জানায়, জাটকা সংরক্ষণে মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে শনিবার রাতে নৌ পুলিশ নদীতে অভিযানে নামে। টহল পুলিশ ঘটনাস্থল পৌঁছালে ৫-৬টি মাছ ধরার জেলে নৌকা তাদের ঘেরাও করে।

এ সময় নৌকাগুলোতে থাকা ৫০-৬০ জন জেলে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশের ওপর ইটপাটকেল (জালের কাঠি) নিক্ষেপ করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এ সময় জেলে আমির গুলিবিদ্ধ হয়।

আটক জেলেদের কয়েকজন জানায়, ঘটনার সময় তারা নদীর কূলে বসেছিল। তাদের থেকে দূরে ৩-৪টি নৌকার জেলেদের মধ্যে হট্টগোল শোনা যায়। হট্টগোল শেষ হলে কূলে থাকা জেলেরা নদীতে জাল উঠাতে যায়। এ সময় পুলিশের স্পিডবোট দেখে নৌকার ইঞ্জিন চালু করে তারা পালাতে যায়। এতে পুলিশ তাদের ওপর গুলি করে। গুলিবিদ্ধ একজন মারা গেছে।

(এস/এসপি/এপ্রিল ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test