E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরসহ উত্তরাঞ্চলের সাথে দক্ষিনাঞ্চলের বাস চলাচল বন্ধ

২০১৪ সেপ্টেম্বর ২৭ ১৪:৫৮:৪১
নাটোরসহ উত্তরাঞ্চলের সাথে দক্ষিনাঞ্চলের বাস চলাচল বন্ধ

নাটোর প্রতিনিধি : নাটোর-ফরিদপুর ও বরিশাল বাস-মিনিবাস মালিক সমিতির দ্বন্দের কারনে শনিবার থেকে নাটোরসহ উত্তারাঞ্চলের সাথে দক্ষিন্ঞ্চালের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

নাটোর বাস মালিক সমিতি সুত্র জানায়, দীর্ঘদিন ধরে নাটোর থেকে তুহিন পরিবহন, আকিব এন্টারপ্রাইজ ও সোমা পরিবহনসহ কয়েকটি গাড়ি রাজশাহী থেকে দক্ষিনাঞ্চলে যাতায়াত করে আসছে। সম্প্রতি গোল্ডেন লাইন নামে ফরিদপুর সমিতির একটি গাড়ি নিয়মবর্হিতভুত ভাবে এই রুটে চলাচল শুরু করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় নাটোর মালিক সমিতির সাথে বিরোধ বাধলে গত ১৪ দিন ধরে নাটোর সমিতির বাস ফরিদপুরে চলাচল বন্ধ করে দেওয়া হয়।

নাটোর কেন্দ্রিয় বাস টার্মিনাল ইনচার্জ হারুনর রশিদ জানান, ফরিদপুর মালিক সমিতি নিয়মবর্হিভুত ভাবে গোল্ডেন লাইন নামে একটি বাস চালু করে। এর প্রতিবাদ করায় ফরিদপুর মালিক সমিতি নাটোর সমিতির গাড়ি চলাচলে বাধা দিলে দুই সমিতির মধ্যে বিরোধ বাধে। এই বিরোধের জেরে গত দু’সপ্তাহ ধরে নাটোর সমিতির বাস ফরিদপুর ও বরিশালে চলাচল বন্ধ করে দেয়া হয়। কিন্তু ঈদ ও পুজাঁ উপলক্ষে ঘরমুখো মানুষদের ভোগান্তির কারনে শনিবার সকালে নাটোর মালিক সমিতির একটি বাস যাত্রি নিয়ে বরিশাল যায়। কিন্তু সেখান থেকে যাত্রি নামিয়ে খালি গাড়ি নাটোরে ফেরত পাঠানো হয়। এই ঘটনার জেরে নাটোর বাস মালিক সমিতি দক্ষিনাঞ্চল রুটের গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

এদিকে পুর্ব ঘোষনা ছাড়া হঠাৎ করে বাসচলাচল বন্ধ করায় যাত্রিদের অসহনীয় দুর্ভোগ সহ ভোগান্তিতে পড়তে হয়। জরুরী প্রয়োজনে অনেককেই বাড়তি টাকা খরচ করে গন্তব্যে যেতে হচ্ছে।

ফরিদপুর মালিক সমিতির সহসভাপতি আনিসুর রহমান জানান, শনিবার তারা নাটোরের কোন গাড়ি ফেরত পাঠায়নি। গোল্ডেন লাইন নামে বাস চালু করা নিয়ে নাটোর সমিতির সাথে দ্বন্দ্ব থাকলেও অন্য গাড়ি চলাচল করেছে। শনিবার বরিশাল মালিক সমিতির সভাপতি আফতাব হোসেনের নির্দেশে নাটোর বাস মালিক সমিতির একটি বাস ফেরত পাঠালে নাটোর সহ উত্তরাঞ্চলের সাথে দক্ষিনাঞ্চলের মধ্যে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে শনিবার ফরিদপুরে নাটোর মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে।

বরিশাল মালিক সমিতির সভাপতি আফতাব হোসেনের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বরিশাল থেকে কোন বাস ফেরত পাঠানো হয়। রাজশাহী থেকে চলাচলকারী তুহিন পরিবহন ও ফরিদপুর মালিক সমিতির গোল্ডেন লাইন নামে বাস চলাচল নিয়ে বিরোধের জেরে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
নাটোর মালিক সমিতির সাধারন সম্পাদক বাশিরুর রহমান খান এহিয়া চৌধুরী জানান, গোল্ডেন লাইন নামে ফরিদপুর সমিতির একটি গাড়ি নিয়মবর্হিতভুতভাবে চলাচলের প্রতিবাদ করায় গত দু’সপ্তাহ ধরে নাটোর মালিক সমিতির বাস চলাচল বন্ধ করে দেয় তারা। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নাটোরসহ উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলে চলাচল বন্ধ থাকবে।

(এমআর/এটিআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test