E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোয়ালমারীতে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন

২০২২ এপ্রিল ১০ ১৯:০৯:৪৫
বোয়ালমারীতে নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্বোধন

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করা হয়। আজ রবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সকল থানার নারী, শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী এবং নির্মিত গৃহ গৃহহীন পরিবারের কাছে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

‘এ কর্মসূচির আওতায় ৫১৯টি থানা এলাকায় ৫২০টি গৃহ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৪০০ গৃহ হস্তান্তর করা হচ্ছে। ৪১৫ বর্গফুট আয়তনের দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।’

এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্রগ্রাম, খুলনা, রংপুর, রেঞ্জ, পুলিশের আওতায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা প্রদানকারী কর্মকর্তা, সেবা গ্রহীতা, গৃহহীন পরিবারের সদস্যদের সাথে ভিডিও কনফারেন্সে মাধ্যমে তাদের সেবা ও মতামত শোনেন।

বোয়ালমারী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু হওয়ায় এপর্যন্ত ১৫০ জনকে সেবা দান করা হয়েছে এবং জামিরন বেগম (৪৫) নামের এক হতদরিদ্র মহিলাকে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। থানার হলরুমে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখানো হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. সালাউদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, মিডিয়া কর্মী, মানবাধিকার কর্মী, ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

(কেএফ/এসপি/এপ্রিল ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test