E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় সহিংসতা রোধে গ্রাম মাতব্বরদের সাথে পুলিশের মতবিনিময়

২০২২ এপ্রিল ১১ ১৮:২৬:৪৬
সালথায় সহিংসতা রোধে গ্রাম মাতব্বরদের সাথে পুলিশের মতবিনিময়

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রাম এলাকার উত্তেজনা ও সহিংসতা প্রতিরোধ করার লক্ষে দুই দলের মাতুব্বরদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ।

আজ সোমবার দুপুরে সালথা থানা চত্তরে খারদিয়া, উজিরপুর ও সাধুহাটি গ্রামের দুই দলের মাতবরদের সাথে এ মতবিনিময় করেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা, সার্কেল) মোঃ সুমিনুর রহমান।

এসময় সালথা থানার সেকেন্ড অফিসার এসআই মারুফ হোসেন, যদুনন্দী বিট অফিসার এসআই নাজমুল আলম, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান টুকু ঠাকুর, আবু বকর ছিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ রফিক মোল্যা, মহব্বত হোসেন ঠাকুর, ইউপি সদস্য ইরোন খন্দকার, আকরাম আলী সহ স্থানীয় তিন গ্রামের মাতুব্বররা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ১০ টায় দুই দলের দেশিও অস্ত্র ঢাল-কাতরা পুলিশের কাছে জমা দিবেন বলে অঙ্গিকার করেছেন দুই দলের মাতুব্বররা।

এদিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া, সেনহাটি ও গোবিন্দপুর গ্রামে রবিবার রাত থেকে উত্তেজনা চলছিলো। এই তিন গ্রামের মাতুব্বরদের সাথে বিকালে সহিংসতা রোধে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার মোঃ সুমিনুর রহমান। এসময় ইউপি সদস্যসহ ওই তিন গ্রামের দুই দলের মাতুব্বররা উপস্থিত ছিলেন।

(এন/এসপি/এপ্রিল ১১, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test