E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসিড নিক্ষেপকারী একাধিক মামলার আসামি টাকি রিপন গ্রেফতার

২০২২ এপ্রিল ১২ ১৬:২৯:৩৩
এসিড নিক্ষেপকারী একাধিক মামলার আসামি টাকি রিপন গ্রেফতার

দিলীপ চন্দ, ফরিদপুর : ডিবি পুলিশ কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে এসিড নিক্ষেপকারী ও একাধিক মামলার আসামি সাইফুল ইসলাম রিপন ওরফে টাকি রিপন গ্রেপ্তার হয়েছে। 

জেলা পুলিশ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, গত ৭ই এপ্রিল মোসাঃ হাজরা বেগম (৪৫), স্বামী-মোঃ আব্দুল রব শেখ, সাং-মধ্য আলীপুর, থানা-কোতয়ালী জেলা-ফরিদপুর থানায় লিখিত একটি এজাহার দায়ের করেন যে, আসামী টাকি রিপন সহ অজ্ঞাতনামা ৬/৭ জন আসামী তার ছেলে টোকাই রানাকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে গত ২রা এপ্রিল রাত্র অনুমান ৭.৩০ সময় গুহলক্ষীপুরে হিন্দু মেসের সামনে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা তার ছেলেকে ঘিরে ধরে ফেলে তখন আসামী টাকি রিপন তার হাতে থাকা শুচালো ভোমর দিয়া তার ছেলের চোখ লক্ষ করে উপুর্যপুরি কোপ দিয়ে দুই চোখে মারাত্মক গুরুত্বর রক্তাক্ত জখম করে এবং উক্ত আসামী আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তার দুই চোখে মুখে এসিড নিক্ষেপ করে মুখ ও চোখ মারাত্মক ভাবে ঝলসে দেয়।

অপর অজ্ঞাতনামা আসামীরা তার ছেলেকে কিলঘুষি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। স্থানীয় পথচারী লোকজন তার ছেলেকে ফরিদপুর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়। তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অতপর তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করেন। বর্তমানে সে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে টোকাই রানার মা হাজেরা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং-১৬ তারিখ- ০৭/০৪/২০২২ খ্রিঃ ধারা-এসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫/৭ তৎসহ ৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শামীম হাসান ও ডিবি পুলিশের একটি চৌকস টিম গত ১১ই এপ্রিল ৯.৩০ টার সময় ঈশান গোপালপুর বাজার এলাকা হতে আসামী টাকি রিপনকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, পরক্রিয়া ও পূর্ব শত্রুতার জের ধরে আসামী টাকি রিপন ও তার অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীরা কৌশলে ডেকে নিয়ে ভিকটিম টোকাই রানার মুখে এসিড মারে ও মারধর করে। আসামী টাকি রিপনের বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র আইনসহ মোট ০৯টি মামলা রয়েছে। ১। ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-৩৪, তারিখ- ১৫ মে, ২০১২; ধারা- ৩৮০/৪৬১ পেনাল কোড-১৮৬০; ২। ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-০৯, তারিখ- ০৫ মার্চ, ২০১২; ধারা- ৩২৪/৩২৬/৩০৭ পেনাল কোড-১৮৬০; ৩। ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-৩১, তারিখ- ১৭ অক্টোবর, ২০০৯; ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; ৪।

ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-১৬ তারিখ- ০৭ এপ্রিল, ২০২২; ধারা- ৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড-১৮৬০; তৎসহ ৫/৭ ২০০২ এসিড অপরাধ দমন আইন; ৫। ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-৫, তারিখ- ০৫ মার্চ, ২০১৪; ধারা- ৩৯২ পেনাল কোড-১৮৬০; ৬। ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-৩২, তারিখ- ২৬ ফেব্রুয়ারি, ২০১৪; ধারা- ৩৯২/৩৯২ পেনাল কোড-১৮৬০; ৭। ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-১৩, তারিখ- ০৭ জুন, ২০১২; ধারা- ১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; ৮। ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-৯, তারিখ- ০৭ মে, ২০১২; ধারা- ৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০; ৯। ফরিদপুর এর কোতয়ালী থানার সিআর নং-কোতয়ালী সিআর নং/১২০৩/২০১৯, তারিখ- ০১ আগস্ট, ২০২১; সময়- সকাল ১০.৪৫ ঘটিকা ধারা- , এই মামলায় সে সাধারণ ডায়েরীতে অভিযুক্ত।

(ডিসি/এসপি/এপ্রিল ১২, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test