E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এক ডগায় ২৪ লাউ!

২০২২ এপ্রিল ১২ ১৮:৫৯:৫৯
এক ডগায় ২৪ লাউ!

মিঠুন গোস্বামী, রাজবাড়ী : ইদানীং প্রায়ই দেখা যায় হাট বাজারে বিভিন্ন সবজির বীজ বিক্রি করতে ডগায় ডগায় লাউ ধরবে বলে ক্রেতা আকর্ষণ করে বিক্রেতা। তবে অবিশ্বাস্য হলেও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের খাটিয়াগাড়া গ্রামের প্রবাসী বাচ্চু খানের বসতবাড়ীর গাছে একই বোটায় ২৪টি লাউ ধরেছে।যা দেখতে প্রবাসীর বাড়িতে ভির করছে এলাকাবাসী।

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অসময়েও গাছে লাউ ধরেছে অনেক। তাও আবার একটি বোটায় অনেকগুলো লাউ দেখা যায়। গণনা করে ১৯টি লাউ দেখা যায়।

গাছের মালিক প্রবাস ফেরত বাচ্চু খান বলেন, লাউ গাছে ২৪টি লাউ ধরেছিল। ইতিমধ্যে ৫টি লাউ কেটে বিক্রি করা হয়েছে। আসলে বাজার থেকে বীজ কিনে লাগানো হয়। কি বীজ তাও বলতে পারবো না।

স্থানীয় বাসিন্ধা আইয়ুব আলী জানান, এক বোটায় এতো লাউ দেখা যায়। বাচ্চু খানের বাড়ীর গাছে ২৪টি লাউ ধরেছে। বিষয়টি জানাজানি হওয়ায় এখন অনেকেই দেখতে আসছেন।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার হোসেন বলেন, প্রকৃতির কারণে হতে পারে। তবে এটা অস্বাভাবিক। এ অঞ্চলে সাধারণত একটি করেই লাউ ধরে থাকে।

(এমজি/এসপি/এপ্রিল ১২, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test